গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI
নমস্কার বন্ধুরা ,
General Knowledge (GK) Practice Set – বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এমন পরীক্ষার্থীদের জন্যে। যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন।
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) রাজ্য তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে ?
[A] ৬১ টি
[B] ৯৯ টি
[C] ৫২ টি
[D] ৫৯টি
Answer – ৬১টি
২) যুগ্ম তালিকায় কয়টি বিষয়ের উল্লেখ আছে ?
[A] ৬১ টি
[B] ৯৯টি
[C] ৫২ টি
[D] ৫৯ টি
Answer – ৫২ টি
৩) ভারতীয় সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার গুলি বলবৎকরনের জন্য সুপ্রিমকোর্ট কতধরনের লেখ (writs জারি করতে পারে ?
[A] 8 ধরনের
[B] ৩ ধরনের
[C] ৬ ধরনের
[D] ৫ ধরনের
Answer – ৫ ধরনের
৪) সংবিধানের কত নং ধারা অনুযায়ী সুপ্রিমকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে ?
[A] ৩২
[B] ৩০
[C] ২৩২
[D] ২২৬
Answer – ৩২
৫) সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করতে পারে ?
[A] ৩২
[B] ৩১
[C] ২৩২
[D] ২২৬
Answer – ২২৬
৬) ড. আম্বেদকর সংবিধানের কোন ধারাটিকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন ?
[A] ২১
[B] ২০
[C] ৩২
[D] ২২
Answer – ৩২
৭) ভারতের সংবিধানে কয়টি স্বাধীনতার অধিকার স্বীকৃত আছে ?
[A] ৬টি
[B] ৫টি
[C] ৮টি
[D] ৭টি
Answer – ৬টি
৮) পার্লামেন্টে কত সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাশ করেছে ?
[A] ১৯৫১
[B] ১৯৫০
[C] ১৯৫৫
[D] ১৯৫৩
Answer – ১৯৫৫
৯) ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থিকে অন্তত কত বছর বয়স্ক হতে হবে ?
[A] ২৫ বছর
[B] ২১ বছর
[C] ৩৫ বছর
[D] ৩০ বছর
Answer – ৩৫ বছর
১০) ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন ?
[A] ৫ বছর
[B] ৪ বছর
[C] ১০ বছর
[D] ৬ বছর
Answer – ৫ বছর
১১) BCF হল –
[A] বায়োকেমিক্যাল ফ্যাক্টর
[B] বায়ো কনজারভেশন ফ্যাক্টর
[C] বায়ো কনসেনট্রেশন ফ্যাক্টর
Answer – বায়ো কনসেনট্রেশন
ফ্যাক্টর
১২) নিম্নলিখিত কোনটি পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি ?
[A] জৈব পদ্ধতি
[B] রাসায়নিক সারের
ব্যবহার
[C] কীটনাশক প্রয়োগ
Answer – জৈব পদ্ধতি
১৩) মিনামাটা রোগের কারণ হল –
[A] সিসা
[B] মিথাইল মার্কারি
[C] ইথাইল মার্কারি
Answer – মিথাইল
মার্কারি
১৪) ৫ ই জুন নিম্নলিখিত যে কারণে পালিত হয় –
[A] জীববৈচিত্র্য দিবস
[B] বিশ্ব পরিবেশ
দিবস
[C] জলাভূমি দিবস
Answer – বিশ্ব পরিবেশ
দিবস
১৫) ভার্মিকম্পোস্টিং যার সাথে সম্পর্কিত তা হল –
[A] পিঁপড়ে
[B] কেঁচো
[C] রেশম কীট
Answer – কেঁচো
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.