List of First Indian Woman in Various Field in Bengali | বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা
👉 Dream Not Real
নমস্কার বন্ধুরা,
আজ আমরা তোমাদের সাথে শেয়ার করবো, List of First Indian Woman in Various Field in Bengali; যেটির মধ্যে থাকবে ভারতের বিভিন্ন ক্ষেত্রে প্রথম মহিলাদের নাম। এই নাম গুলি বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে। তাই আমরা মনে করি এই লিস্টটি তোমাদের প্রচুর সাহায্য করবে। তাই অযথা সময় নষ্ট না করে লিস্টটি এখুনি দেখে নাও।
বি. দ্র. :- এই লিস্টটি প্রচুর বড়ো হওয়ায় আমার এটিকে দুটি ভাগে ভাগ করে দিয়েছি। আর দ্বিতীয় পার্টটির লিংক নিচে দেওয়া রইলো।
List of First Indian Woman in Various Field in Bengal :-
| ক্ষেত্র | ভারতীয় প্রথম মহিলা |
|---|---|
| রাষ্ট্রপতি | প্রতিভা প্যাটেল (2007) |
| লোকসভার অধ্যক্ষ | মিরা কুমার (2009) |
| প্রধানমন্ত্রী | ইন্দিরা গাঁধী (1966) |
| মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী (উত্তরপ্রদেশ) |
| রাজ্যপাল | সরোজিনী নাইডু (উত্তরপ্রদেশ) |
| রাষ্ট্রদূত | বিজয়লক্ষী পণ্ডিত |
| হাইকোর্টের বিচারপতি | আন্না চন্ডী |
| হাইকোর্টের প্রধান বিচারপতি | লীলা শেঠ |
| প্রথম স্নাতক | কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু |
| প্রথম সাম্মানিক স্নাতক | কামিনী রায় |
| M.A উর্ত্তীণ | চন্দ্রমুখী বসু |
| সুপ্রিম কোর্টের বিচারপতি | মীরা সহিব ফতিমা বিবি |
| I.A.S অফিসার | আন্না জর্জ মালহোত্রা |
| I.P.S অফিসার | কিরণ বেদি |
| এভারেস্ট জয়ী | বাচেন্দ্রি পাল (1984) |
| এভারেস্ট জয়ী (প্রতিবন্ধী ) | অরুনিমা সিন্হা |
| প্রথম বিমান চালক | দূর্বা ব্যানার্জী |
| মহাকাশচারী | কল্পনা চাওলা (1997) |
| ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারু | আরতি সাহা (1959) |
| জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী সাঁতারু | আরতি প্রধান |
| দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক | দেবিকা রানী (1969) |
| ইংরেজি ভাষার কবি | তরু দত্ত |
| নির্বাচন কমিশনার | রমা দেবী (1990) |
| চিত্রকর | সুনয়নি দেবী |
| পদ্মশ্রী প্রাপক, রাজ্যসভার সদস্য | নার্গিস দত্ত |
| মহিলা মন্ত্রী (কেন্দ্রীয় ) | রাজকুমারী অমৃত কাউর |
| মহিলা মন্ত্রী (রাজ্য ) | বিজয়লক্ষী পণ্ডিত (উত্তরপ্রদেশ) |
| ভারতরত্ন পুরস্কার প্রাপক | ইন্দিরা গাঁধী (1971) |
| আটলান্টিকা অভিযানকারী | মেহের মসু |
| চলচ্চিত্র অভিনেত্রী | কমলাবাঈ গোখলে |
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


Nice Post
উত্তরমুছুন