ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরদের তালিকা PDF - List of Governors of Reserve Bank of India PDF in Bengali
নমস্কার বন্ধুরা,
আজ আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ভারতের অর্থনীতি ও স্ট্যাটিক জিকের একটি অন্যতম টপিক হিসাবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের তালিকা PDF; যেটির মধ্যে থাকছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের তালিকা ও তাদের কার্যকালের মেয়াদ সুন্দর ভাবে দেওয়া আছে। সুতরাং আর সময় অপচয় না করে তালিকা দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ টি সংগ্রহ করে নিজের কাছে রেখে দাও।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের তালিকা
| নং | গভর্নর | কার্যকাল |
|---|---|---|
| ১ | ওসবর্ন স্মিথ | ১ এপ্রিল ১৯৩৫ - ৩০ জুন ১৯৩৭ |
| ২ | জেমস ব্রেইড টেলর | ১ জুলাই ১৯৩৭ - ১৭ ফেব্রুয়ারি ১৯৪৩ |
| ৩ | সি. ডি. দেশমুখ | ১১ আগস্ট ১৯৪৩ - ৩০ মে ১৯৪৯ |
| ৪ | বেনেগাল রামা রাও | ১ জুলাই ১৯৪৯ - ১৪ জানুয়ারি ১৯৫৭ |
| ৫ | কে. জি. আম্বেগবেঙ্কর | ১৪ জানুয়ারি ১৯৫৭ - ২৮ ফেব্রুয়ারি ১৯৫৭ |
| ৬ | এইচ. ভি. আর. আয়েঙ্গার | ১ মার্চ ১৯৫৭ - ২৮ ফেব্রুয়ারি ১৯৬২ |
| ৭ | পি. সি. ভট্টাচার্য | ১ মার্চ ১৯৬২ - ৩০ জুন ১৯৬৭ |
| ৮ | লক্ষ্মীকান্ত ঝা | ১ জুলাই ১৯৬৭ - ৩ মে ১৯৭০ |
| ৯ | বি. এন. আদারকর | ৪ মে ১৯৭০ - ১৫ জুন ১৯৭০ |
| ১০ | চরুক্কাই জগন্নাথন | ১৬ জুন ১৯৭০ - ১৯ মে ১৯৭৫ |
| ১১ | এন. সি. সেনগুপ্ত | ১৯ মে ১৯৭৫ - ১৯ আগস্ট ১৯৭৫ |
| ১২ | কে. আর. পুরী | ২০ আগস্ট ১৯৭৫ - ২ মে ১৯৭৭ |
| ১৩ | এম. নরসিংহম | ৩ মে ১৯৭৭ - ৩০ নভেম্বর ১৯৭৭ |
| ১৪ | আই. জি. প্যাটেল | ১ ডিসেম্বর ১৯৭৭ - ১৫ সেপ্টেম্বর ১৯৮২ |
| ১৫ | মনমোহন সিংহ | ১৬ সেপ্টেম্বর ১৯৮২ - ১৪ জানুয়ারি ১৯৮৫ |
| ১৬ | অমিতাভ ঘোষ | ১৫ জানুয়ারি ১৯৮৫ - ৪ ফেব্রুয়ারি ১৯৮৫ |
| ১৭ | আর. এন. মালহোত্রা | ৪ ফেব্রুয়ারি ১৯৮৫ - ২২ ডিসেম্বর ১৯৯০ |
| ১৮ | এস. ভেঙ্কটারমণন | ২২ ডিসেম্বর ১৯৯০ - ২১ ডিসেম্বর ১৯৯২ |
| ১৯ | সি. রঙ্গরাজন | ২২ ডিসেম্বর ১৯৯২ - ২১ নভেম্বর ১৯৯৭ |
| ২০ | বিমল জালান | ২২ নভেম্বর ১৯৯৭ - ৬ সেপ্টেম্বর ২০০৩ |
| ২১ | ওয়াই. বেনুগোপাল রেড্ডি | ৬ সেপ্টেম্বর ২০০৩ - ৫ সেপ্টেম্বর ২০০৮ |
| ২২ | ডি. সুব্বারাও | ৫ সেপ্টেম্বর ২০০৮ - ৪ সেপ্টেম্বর ২০১৩ |
| ২৩ | রঘুরাম রাজন | ৪ সেপ্টেম্বর ২০১৩ - ৪ সেপ্টেম্বর ২০১৬ |
| ২৪ | উর্জিত প্যাটেল | ৪ সেপ্টেম্বর ২০১৬ - ১০ ডিসেম্বর ২০১৮ |
| ২৫ | শক্তিকান্ত দাস | ১২ ডিসেম্বর ২০১৮ - বর্তমান |
File Details:
PDF Name : RBI Governor List
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
| More PDF | Download Link |
|---|---|
| International Company & Owner | Click Here |


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.