Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) কোন নদীর তীরে কোটা অবস্থিত ?
উত্তর :- চম্বল
২) অন্ত ক্ষরাবিদ্যার জনক হলেন ?
উত্তর :- থমাস অ্যাডিসন
৩) কার জীবনকাহিনীর ওপর নির্মিত হয়েছে ঋত্বিক রোশন অভিনীত চলচ্চিত্র "সুপার থার্টি"?
উত্তর :- আনন্দ কুমার
৪) ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তর :- 1858
৫) ভারতবর্ষের প্রাচীনতম তৈল খনি হলো ?
উত্তর :- ডিগবয়
৬) ক্লোরিন এর ব্লিচিঙ ক্রিয়া হলো ?
উত্তর :- জারণ
৭) কলকাতার নাম আলীনগর রাখেন কে ?
উত্তর :- সিরাজদ্দোলা
৮) কোষ বিভাজনের সময়ে DNA সংশ্লেষিত হয় ?
উত্তর :- ইন্টারফেজ
৯) জৈন্য ধর্মের প্রথম গুরুর নাম কি ?
উত্তর :- ঋষভনাথ
১০) বন্য প্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রণয়ন হয় ?
উত্তর :- 1972
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.