Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) সন্ধি রেখা বা সূচার দেখা যায় -
উত্তর :- হিমালয় পর্বতে
২) "History of Ocean Basin" বইটি কে লেখেন ?
উত্তর :- হ্যারি হেস
৩) হাতিগুম্ফা লিপি থেকে জানা যায় -
উত্তর :- রাজা খারবেলের কীর্তি কাহিনী
৪) দেবগিরির বর্তমান নাম কি ?
উত্তর :- দৌলতাবাদ
৫) সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্র কি ?
উত্তর :- প্রক্সিমা সেন্টাওরি
৬) রাওলাট আইন কবে পাশ হয় ?
উত্তর :- 1919 সালের 18 মার্চ
৭) ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণ যুগ বলা হয় ?
উত্তর :- গুপ্তযুগ
৮) ত্রিরত্ন কোন ধর্মের সাথে যুক্ত -
উত্তর :- জৈন
৯) চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কোনটি ?
উত্তর :- আয়তন ও উষ্ণতা
১০) নংক্রেম নৃত্য উৎসব রাজ্যের হয় ?
উত্তর :- মেঘলায়
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.