Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) কোন যুগের বিজ্ঞানীরা HNO3 কে অ্যাকোয়া ফরটিস বলতেন ?
উত্তর :- অ্যালকেনী যুগ
২) মানবদেহে হরমোন কিসের মাধ্যমে বাহিত হয় ?
উত্তর :- রক্ত
৩) নিন্মলিখিত কোন রাজনৈতিক নেতা চরমপন্তী ছিলেন ?
উত্তর :- বাল গঙ্গাধর তিলক
৪) কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় ?
উত্তর :- তৃতীয়
৫) বঙ্গোপসাগরে কোন সময় সাইক্লোনের প্রাধান্য হয় ?
উত্তর :- বর্ষাকালের শেষে
৬) নন্দ বংশের শেষ রাজা কে ?
উত্তর :- ধননন্দ
৭) কোনটি বিজারক নয় ?
উত্তর :- ক্লোরিন
৮) ভর x ত্বরণ = ?
উত্তর :- বল
৯) জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন ?
উত্তর :- লক্ষণ সেন
১০) কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায় ?
উত্তর :- সোডিয়াম
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.