Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) বন্দেমাতরম ধ্বনি কোন উপন্যাসের অন্তর্গত
উত্তর :- আনন্দমঠ
২) উদ্ভিদ বিদ্যার জনক কে ?
উত্তর :- থ্রিওফ্রাস্টাস
৩) সিরাজউদ্দৌলা কাকে কলকাতার দূত হিসাবে পাঠিয়েছিলন ?
উত্তর :- নারায়ন দাস
৪) অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়লে রোধাঙ্কের কি পরিবর্তন হয় ?
উত্তর :- কমে
৫) ওষুধের ক্যাপসুল প্রস্তুত করা হয় কোন প্লাস্টিক দিয়ে ?
উত্তর :- অ্যাভেলন
৬) প্রিজমের প্রতিসারক তল কত গুলি
উত্তর :- দুটি
৭) "Swatch of no Ground" এটা কি ?
উত্তর :- দ্বীপ
৮) নিচের কোনটি ভাইরাস জনিত অসুখ নয় ?
উত্তর :- যক্ষা
৯) রাষ্ট্রপতি লোকসভায় কতজন ইঙ্গ-ভারতীয় সদস্য নিয়োগ করেন ?
উত্তর :- 2 জন
১০) উপরাষ্ট্রপতি সর্বাধিক কত দিন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে পারেন ?
উত্তর :- 6 মাস
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.