Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) গোলাপি বিপ্লব কিসের সাথে জড়িত
উত্তর :- পেঁয়াজ
২) ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
উত্তর :- আমেদাবাদ
৩) কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি ?
উত্তর :- হলদিয়া
৪) নিন্মে কোন শহরটি পৃথিবীর নীরব শহর নামে পরিচিত
উত্তর :- রোম
৫) সূর্যসিদ্ধান্ত গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর :- আর্যভট্ট
৬) কাকে হরিয়ানার হ্যারিকেন বলা হয়
উত্তর :- কপিলদেব
৭) কোন দেশের মহিলাদের প্রথম ভোটাধিকার দেওয়া হয় ?
উত্তর :- নিউজিল্যান্ড
৮) আব্রাহিম লিংকন কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন
উত্তর :- মার্কিন যুক্তরাষ্ট্র
৯) আমেরিকা কবে জাপানে পরমাণু হামলা চালায়
উত্তর :- ১৯৪৫ সালে
১০) প্রাচীন অলিম্পিক গেমস প্রথম শুরু হয়
উত্তর :- ৭৭৬ খ্রিস্টপূর্ব


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.