Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) নিন্মলিখিত কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক সীমানা রয়েছে
উত্তর :- ঝাড়খন্ড
২) কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর :- গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
৩) নিচের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু ?
উত্তর :- নীলগিরি পর্বতমালা
৪) নিচের কোন স্থানে জেরোফাইট উদ্ভিদ দেখতে পাওয়া যায় -
উত্তর :- কচ্ছ
৫) ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন ?
উত্তর :- শতদ্রু
৬) মুল্ল্যাপেরিয়ার বাঁধ নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিবাদ রয়েছে -
উত্তর :- তামিলনাড়ু ও কেরালা
৭) আগ্রা দিয়ে কলকাতা ও মুম্বাই জাতীয় সড়ক কি নামে পরিচিত
উত্তর :- NH-3
৮) 1920 সালে অসহযোগ আন্দোলনের শুরু করার দিন কোন নেতার মৃত্য হয় ?
উত্তর :- বাল গঙ্গাধর তিলক
৯) "1859" বইটির রচয়িতা কে ?
উত্তর :- সুরেন্দ্রনাথ সেন
১০) 1938 সালের কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?
উত্তর :- সুভাষচন্দ্র বসু
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.