Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) যখন সাধারণ লবন বরফের সঙ্গে মেশানো হয় তখন মিশ্রনের হিমাঙ্ক -
উত্তর :- কমে যায়
২) দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর কুতুবউদ্দিন আইবক
৩) লোদী বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর ইব্রাহিম লোদী
৪) সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল ?
উত্তর :- পাটলিপুত্র
৫) কে রামচরিত মানস রচনা করেন ?
উত্তর :- তুলসী দাস
৬) কোন সময়ে পঞ্চতন্ত্র রচিত হয়েছিল ?
উত্তর :- গুপ্ত যুগে
৭) কোন সম্রাট প্রথম যুদ্ধে রুমি কৌশল ব্যবহার করেন ?
উত্তর :- বাবর
৮) আকবরের শেষ যুদ্ধ কোনটি ?
উত্তর :- আসিরগর
৯) সুলতানি আমলে প্রথম স্বাধীন শাসক কে ?
উত্তর :- ইলতুৎমিশ
১০) বাংলার আকবর কাকে বলা হয় ?
উত্তর :- আলাউদ্দিন হোসেন শাহ
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.