Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি ?
উত্তর :- স্থিতিশক্তি
২) ফেনফথ্যালিন একটি -
উত্তর :- নির্দেশক
৩) ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি ?
উত্তর :- টোকোফেরল
৪) অ্যানোমোমিটার কি পরিমাপের জন্যে ব্যবহৃত হয় ?
উত্তর :- বাতাসের গতিবেগ
৫) পৃথিবীর শীতলতম স্থান (বসবাসকারী ) হলো -
উত্তর :- ভারখয়ানস্ক
৬) মানুষের প্রথম ব্যবহৃত ধাতু ?
উত্তর :- তামা
৭) নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত ?
উত্তর :- নর্মদা
৮) কৌটিল্য কোথায় থেকে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন ?
উত্তর :- তক্ষশীলা
৯) অধিকাংশ প্রাণী ভাইরাসে বিদ্যমান কোনটি ?
উত্তর :- DNA
১০) নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায় ?
উত্তর :- হাইড্রোজেন
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.