Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-43 - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২২ ফেব্রুয়ারি ২০২১

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-43

 

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge  | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK

GK%2BCAPSUL%2BDREAM%2BNOT%2BREAL

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge  | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS



👉 Dream Not Real
         
      নমস্কার বন্ধুরা ,
                               আজ আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলা জিকে ক্যাপসুল । আমাদের আজকের প্রশ্ন গুলো বিগত কিছু পরীক্ষার প্রশ্ন পত্র থেকে সংগ্রহ করা। এই প্রশ্ন গুলো WBP | KP | PSC | RAILWAY | WBSC প্রত্যেকটি পরীক্ষার জন্যে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে তাড়াতাড়ি দেখে নিন। 

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


১) ঘড়িতে দম দেওয়ার ফলে প্রকৃতপক্ষে আমরা কি সঞ্চয় করি ?

উত্তর :- স্থিতিশক্তি 


২) ফেনফথ্যালিন একটি -

উত্তর :- নির্দেশক 


৩) ফ্যাটে দ্রবীভূত ভিটামিন কোনটি ?

উত্তর :- টোকোফেরল     


৪) অ্যানোমোমিটার কি পরিমাপের জন্যে ব্যবহৃত হয় ?

উত্তর :- বাতাসের গতিবেগ        


৫) পৃথিবীর শীতলতম স্থান (বসবাসকারী ) হলো -

উত্তর :- ভারখয়ানস্ক   


৬) মানুষের প্রথম ব্যবহৃত ধাতু ?

উত্তর :- তামা   


৭) নিচের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত ?

উত্তর :- নর্মদা 


৮) কৌটিল্য কোথায় থেকে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন ?

উত্তর :- তক্ষশীলা        


৯) অধিকাংশ প্রাণী ভাইরাসে বিদ্যমান কোনটি ?

উত্তর :- DNA    


১০) নিচের কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায় ?

উত্তর :- হাইড্রোজেন       


  ধন্যবাদ

💘 আবার আসুন 💘

😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...