Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) সংবিধানের কোন সংশোধনীতে ভোটদানের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয় ?
উত্তর :- 61 তম সংশোধনী
২) ভারতে কোনো পৌরবসতির জনসংখ্যা এক লক্ষ অতিক্রম করলে তাকে বলা হয় ?
উত্তর :- নগর
৩) ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল ?
উত্তর :- সাঁচি
৪) "সমাজতান্ত্রিক" ও "ধর্মনিরপেক্ষ" শব্দ দুটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছিল -
উত্তর :- 42 তম সংশোধনীর দ্বারা
৫) রাজ্যপালের বেতন এবং ভাতা কোথায় থেকে দেওয়া হয় ?
উত্তর :- রাজ্যের একীভূত তহবিল
৬) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে হয়েছিলেন ?
উত্তর :- সরোজিনী নাউডু
৭) ভারতীয় সংবিধানের 24 তম ধারায় কোনো কারখানায় শিশু নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স হয় -
উত্তর :- 14 বছরের কম
৮) কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হলো -
উত্তর :- অর্থ কমিশন
৯) কোন রাজ্যের রাজ্যপাল কার প্রতি দায়বদ্ধ ?
উত্তর :- রাষ্ট্রপতি
১০) নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সামন কাজের জন্যে সমান বেতন - এটি একটি
উত্তর :- মৌলিক অধিকার
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.