Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস -
উত্তর :- হিলিয়াম
২) স্বাভাবিক উষ্ণতায় তরল ধাতু -
উত্তর :- পারদ
৩) বায়ুমন্ডলে উপস্থিত সর্বাধিক মৌল -
উত্তর :- নাইট্রোজেন
৪) গোবর গ্যাসে কি কি থাকে -
উত্তর :- মিথেন, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন
৫) একটি তীব্র অ্যাসিড -
উত্তর :- HNO3
৬) বোস সংখ্যায়ন তত্ত্ব কে দেন ?
উত্তর :- সত্যেন্দ্রনাথ বসু
৭) E=mc2 সূত্রটি কে দেন ?
উত্তর :- আইনস্টাইন
৮) পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে দেন ?
উত্তর :- রবার্ট হুক
৯) প্রোটন কণা কে আবিষ্কার করেন ?
উত্তর :- রাদারফোর্ড
১০) হিরে সহ মূল্যবান পাথর মাপার একক কি ?
উত্তর :- ক্যারেট
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.