Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) কেন্দ্রে ও রাজ্যে অর্ডিন্যান্স জারি করতে পারেন যথাক্রমে কে ?
উত্তর :- রাষ্ট্রপতি ও রাজ্যপাল
২) ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় -
উত্তর :- তেজস্ক্রিয় কোবাল্ট
৩) ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য হলো -
উত্তর :- সিকিম
৪) মৌমাছি কার ছদ্ম নাম ?
উত্তর :- বিমল ঘোষ
৫) ভারতের কতগুলো রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সাথে স্পর্শ করে ?
উত্তর :- 5 টি
৬) মানুষের মেরুদন্ডে কতগুলো অস্থি আছে ?
উত্তর :- 33 টি
৭) মরুগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে জড়িত ?
উত্তর :- হকি
৮) লোহায় তাড়াতড়ি মরচে পরে কোন জলের জন্যে ?
উত্তর :- বৃষ্টির জল
৯) ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় ?
উত্তর :- 29 অগাস্ট
১০) কোন কাব্য গ্রন্থের জন্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার পান ?
উত্তর :- উলঙ্গ রাজা
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.