Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
১) হরিজন সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন ?
উত্তর :- গান্ধীজি
২) ভারতের প্রথম পত্রিকা কোনটি ?
উত্তর :- বেঙ্গল গেজেট
৩) 1878 সালে ভার্নাকুলার প্রেস এক্ট কে বাতিল করেন ?
উত্তর :- লর্ড রিপন
৪) নিচের কোন ভাষায় গদোর পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ?
উত্তর :- উর্দু
৫) বাল গঙ্গাধর তিলক ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে কোন পত্রিকা শুরু করেন ?
উত্তর :- কেশরী
৬) "ইয়ং ইন্ডিয়া" সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেছিল -
উত্তর :- হোম রুল লীগ
৭) পারস্য সাপ্তাহিক পত্রিকা "মিরাত উল আখবর" প্রকাশ করেন কে ?
উত্তর :- রাজা রামমোহন রায়
৮) জগন্নাথ মন্দির কোন রাজ্য অবস্থিত ?
উত্তর :- ওডিশা
৯) কামাক্ষা মন্দির কোন রাজ্য অবস্থিত ?
উত্তর :- অসম
১০) কাঞ্চনজঙ্গা পাহাড় কোন রাজ্য অবস্থিত ?
উত্তর :- সিকিম
❤ ধন্যবাদ ❤


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.