Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন দেশকে "সোনালি আঁশের দেশ" বলা হয় ?
উত্তর :- বাংলাদেশ
২) টেলিফোনের সাথে কম্পিটারের সংযোগ ঘটায় নিচের কোনটি ?
উত্তর :- মোডেম
৩) কোনটি প্রথম ভারতীয় চলচ্চিত্র ?
উত্তর :- রাজা হরিশচন্দ্র
৪) সুপিরিয়র হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তর :- কানাডা
৫) রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :- দন্তিদুর্গ
৬) কোন দেশে প্রথম পরিবহন ব্যবস্থা চালু হয় ?
উত্তর :- ইংল্যান্ড
৭) "বজ্রসূচি" কার রচনা ?
উত্তর :- অর্শ্বঘোষ
৮) আলিপুর বোমা মামলায় কে যুক্ত ছিলেন ?
উত্তর :- অরবিন্দ ঘোষ
৯) "দহন" উপন্যাসটি কার লেখা ?
উত্তর :- সুচিত্রা ভট্টাচার্য
১০) 1 GB = কত MB ?
উত্তর :- 1024 MB
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.