Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কত সালে মহাত্মা গান্ধীকে হত্যা করে হয়েছিল ?
উত্তর :- 1948 সালে
২) মুদ্রারাক্ষস গ্রন্থের লেখক কে ?
উত্তর :- বিশাখদত্ত
৩) কোন দেশে অলিখিত সংবিধান আছে ?
উত্তর :- গ্রেট ব্রিটেন
৪) বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় ?
উত্তর :- নবদ্বীপ
৫) পঞ্চ নদের দেশ কাকে বলা হয় ?
উত্তর :- পাঞ্জাব
৬) ক্যাঙ্গারুর দেশ কাকে বলে ?
উত্তর :- অস্ট্রেলিয়া
৭) সাত পাহাড়ের শহর কোনটি ?
উত্তর :- রোম
৮) হাইড পার্ক কোথায় অবস্থিত ?
উত্তর :- লন্ডন
৯) জাপানের মুদ্রার নাম কি ?
উত্তর :- ইয়েন
১০) ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন ?
উত্তর :- হরিলাল জে কানাইয়া
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.