Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা অসাংবিধানিক বলা আছে ?
উত্তর :- 17 নং ধারায়
২) ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ কমিশন ঘটনার কথা উল্লেখিত আছে ?
উত্তর :- 280 নং ধারায়
৩) ভারতীয় সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকার দেওয়া হয় ?
উত্তর :- 19 নং ধারায়
৪) ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন ?
উত্তর :- ড. বি. আর. আম্বেদকর
৫) উপ রাষ্ট্রপতি হওয়ার জন্যে নূন্যতম বয়স কত প্রয়োজন ?
উত্তর :- 35 বছর
৬) অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও ____ জন সদস্য নিয়ে ?
উত্তর :- চার জন
৭) নিন্মলিখিত কোন প্রধানমন্ত্রী পদে থাকাকালীন একদিনও সংসদে যাননি ?
উত্তর :- চৌধুরী চরণ সিং
৮) নিন্মলিখিত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যেকোনো কক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন ?
উত্তর :- এটর্নি জেনারেল
৯) কে সর্বপ্রথম ভারতের উপ প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর :- সর্দার বল্লভভাই প্যাটেল
১০) ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় ?
উত্তর :- 25 নং ধারায়
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.