Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) পাহাড় কেটে নির্মিত বিখ্যাত কৈলাসনাথ মন্দিরটির নাম কি ?
উত্তর :- ইলোরা গুহা
২) সুলতানি আমলে প্রথম স্বাধীন শাসক কে ছিলেন ?
উত্তর :- ইলতুৎমিশ
৩) বাংলার আকবর কাকে বলা হয় ?
উত্তর :- আলাউদ্দিন হোসেন শাহ
৪) ইক্তা প্রথা কে চালু করেন ?
উত্তর :- ইলতুৎমিশ
৫) নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করেন ?
উত্তর :- প্রথম কুমার গুপ্ত
৬) গুপ্ত সাম্রাজ্যের অর্থশাস্ত্র কাকে বলা হয় ?
উত্তর :- নীতিসার
৭) কোন দুই মোঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন ?
উত্তর :- জাহাঙ্গীর ও বাবর
৮) অমৃতস্বরের স্বর্ণ মন্দির নির্মাণ করার জন্যে কোন মোঘল সম্রাট জমি দান করেন ?
উত্তর :- আকবর
৯) নিন্মলিখিত কোন চাষটি সিন্ধু সভ্যতার মানুষের অজানা ছিল ?
উত্তর :- আখ
১০) সিন্ধু সভ্যতার কোন স্থানে কোন দুর্গ ছিল না ?
উত্তর :- সিন্ধু সভ্যতার সকল স্থানে দুর্গ ছিল। কারণ এটি একটি নগরকেন্দ্রিক সভ্যতা।
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.