Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) লালারস নিম্নের কোনটি পরিপাকে সাহায্য করে ?
উত্তর :- স্টার্চ
২) ব্যাটমিন্টন খেলার প্রথম প্রচলনকারী দেশ কোনটি ?
উত্তর :- ভারত
৩) ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠিত হয় ?
উত্তর :- 1896 সালে
৪) স্যার টমাস রো কার দরবারে এসেছিলন ?
উত্তর :- জাহাঙ্গীর
৫) কোন মুগল সম্রাট "গাজী" উপাধি ধারণ করেছিলেন ?
উত্তর :- জাহাঙ্গীর
৬) "অমিত্রঘাত" উপাধি কে গ্রহণ করেন ?
উত্তর :- বিন্দুসার
৭) কোন দেশে প্রথম শীতকালীন অলিম্পিক গেমস আয়োজিত হয়েছিল ?
উত্তর :- চামোনিক্স
৮) রাজ্য পুনর্গঠন কমিশন কত সালে স্থাপতি হয় ?
উত্তর :- 1953 সালে
৯) কতসালে ক্যালকাটা নাম পরিবর্তন করে কলকাতা করা হয় ?
উত্তর :- 2001 সালে
১০) ফরাসি উপনিবেশ চন্দননগর কবে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করা হয় ?
উত্তর :- 1954 সালে
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.