Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ভারতের কোন রাজ্যে প্রথম লাইকেন পার্ক স্থাপন করা হয়েছে ?
উত্তর :- উত্তরাখন্ড
২) ইন্টারনেট দুনিয়ায় ব্যবহৃত "URL" সম্পূর্ণ ফর্ম কি ?
উত্তর :- Uniform Resource Locator
৩) ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ?
উত্তর :- 112 নং ধারা
৪) পক্ষী সংক্রান্ত বিদ্যা কে কি বলে ?
উত্তর :- অর্নিথলজি
৫) ভারতের সংবিধানের কোন ধারা ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করে ?
উত্তর :- 360 নং ধারা
৬) চর্ম রোগ সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?
উত্তর :- ডার্মাটোলজি
৭) "Moments" কার আত্মজীবনী মূলক গ্রন্থ ?
উত্তর :- Cristiano Ronaldo
৮) রক্তাল্পতা রোগ হয় কোন খনিজের অভাবে ?
উত্তর :- আয়রন
৯) মৃচ্ছকটিকা নাটকটি কার -
উত্তর :- শুদ্রক
১০) ভিটামিন C এর অভাবে কোন রোগ হয় ?
উত্তর :- স্কার্ভি
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.