Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge in Bengali | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-73 - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৬ মার্চ ২০২১

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge in Bengali | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-73

 

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge  | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK

GK%2BCAPSUL%2BDREAM%2BNOT%2BREAL

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge  | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS



 👉 Dream Not Real

         
      নমস্কার বন্ধুরা ,
                               আজ আমরা আপনাদের  সামনে নিয়ে এসেছি বাংলা জিকে ক্যাপসুল । আমাদের আজকের প্রশ্ন গুলো বিগত কিছু পরীক্ষার প্রশ্ন পত্র থেকে সংগ্রহ করা। এই প্রশ্ন গুলো WBP | KP | PSC | RAILWAY | WBSC প্রত্যেকটি পরীক্ষার জন্যে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে তাড়াতাড়ি দেখে নিন। 

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


১) বস্তুর ভর নিম্নোক্ত কোন রাশিটির দ্বারা সূচিত হয় -

উত্তর :- প্রযুক্ত বল /ত্বরণ 


২) একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে। বিন্দুটির -

উত্তর :- যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে      


৩) সরল দোল-গতিতে গতিশক্তি -

উত্তর :- প্রতি পর্যায়ে দুইবার শূন্য হয়     


৪) একটুকরো পাথর সুতোয় বেঁধে তাকে উলম্ব তলে সমকৌণিক বেগে ঘোরালে সুতোর টান সর্বাধিক হবে যখন -

উত্তর :- পাথরটি সর্বনিন্ম অবস্থায় থাকবে      


৫) নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হল। মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে -

উত্তর :- পূর্বের উচ্চতায় উঠবে 


৬) SI পদ্ধতিতে দৈঘ্যের একক -

উত্তর :- মিটার     


৭) একটি মালবাহী ট্রাক ও খালি ট্রাক সমান বেগে চললেও মালবাহী ট্রাকটিকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হয়। এর থেকে কোন সূত্রটি প্রমাণিত হয় -

উত্তর :- নিউটনের দ্বিতীয় সূত্র     


৮) যদি একটি গতিশীল কণার অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত সময়ের বর্গের সমানুপাতিক হয়, তাহলে গতিশীল বস্তুটির ত্বরণ -

উত্তর :- ধ্রুবক  


৯) নিন্মলিখিত ফোর্স গুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল ?

উত্তর :- গ্রাভিটেশনাল ফোর্স 


১০) দুটি বস্তু A ও B - এর ভর যথাক্রমে m ও 5m ।একই সময় ধরে সমান বল প্রয়োগ করলে -

উত্তর :- A ও B এর ভরবেগ সমান হবে 


  ধন্যবাদ

💘 আবার আসুন 💘

😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...