Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিন্মলিখিত কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হয় ?
উত্তর :- ক্রান্তি
২) কোন বছর মহম্মদ বিন কাসিম সিন্ধু দখল করেন ?
উত্তর :- 712 খ্রিস্টাব্দে
৩) ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল ?
উত্তর :- খন্দেশ (মহারাষ্ট্র)
৪) শ্রেনিক নামে কে পরিচিত ছিলেন ?
উত্তর :- বিম্বিসার
৫) নিষ্ক্রিয় গ্যাস গুলির মধ্যে কোনটির স্ফুটনাংক সবচেয়ে কম ?
উত্তর :- হিলিয়াম
৬) কার্বোহাইড্রেট এর ক্ষুদ্রতম রূপ কোনটি ?
উত্তর :- গ্লুকোজ
৭) তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে ?
উত্তর :- বেকারেল
৮) কোন গ্রন্থে বন্দেমাতরম সংগীতটি রয়েছে ?
উত্তর :- আনন্দমঠ
৯) গ্রেট ভিক্টরিয়া মরুভূমি কোথায় অবস্থিত ?
উত্তর :- অস্ট্রেলিয়া
১০) কোন কবি চারণকবি নামে পরিচিত ?
উত্তর :- মুকুল দাস
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.