Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় কোন গভর্নর জেনারেল ছিলেন ?
উত্তর :- লর্ড মিন্টো
২) ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন ?
উত্তর :- লর্ড বেন্টিংক
৩) কে অস্ত্র আইন পাশ করেছিলেন ?
উত্তর :- লর্ড কার্জন
৪) অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন ?
উত্তর :- ওয়েলেসলি
৫) ভারতে যখন ট্রেন চলাচল শুরু হয়েছিল তখন গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর :- লর্ড ডালহৌসি
৬) কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতির প্রবর্তন করেছিলেন ?
উত্তর :- লর্ড ডালহৌসি
৭) কোন গভর্ণর জেনারেলের আমলে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয় ?
উত্তর :- লর্ড কর্নওয়ালিস
৮) সতীদাহ প্রথা কে রোধ করেছিলেন ?
উত্তর :- লর্ড বেন্টিংক
৯) বাংলায় দৈত্ব শাসনের অবসান কে ঘটান ?
উত্তর :- লর্ড হেস্টিংস
১০) ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বা সিপাহী বিদ্রোহ শুরুর সময় কে ভারতের ইংরেজ শাসক ছিলেন ?
উত্তর :- লর্ড ক্যানিং
❤ ধন্যবাদ ❤
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.