Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরী হয় ?
উত্তর :- অরনিথিন চক্র
২) অক্সিন কি ?
উত্তর :- উদ্ভিদ হরমোন
৩) একজন প্রাপ্ত বয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কত ?
উত্তর :- 1.36 কিগ্ৰা
৪) ভেগাস স্নায়ু নিন্মলিখিত কোন ধরনের স্নায়ু ?
উত্তর :- মিশ্র স্নায়ু
৫) বাণ তেল পাওয়া যায় কোন গাছে ?
উত্তর :- লবঙ্গ গাছে
৬) মিক্সিডিমা রোগ কোন হরমোন স্বল্প ক্ষরণের ফলে দেখা দেয় ?
উত্তর :- থাইরক্সিন
৭) পিটুইটারী হলো -
উত্তর :- অন্তঃক্ষরা গ্রন্থি
৮) অপটিক স্নায়ু একপ্রকার -
উত্তর :- সংজ্ঞাবহ স্নায়ু
৯) কোন অনাল গ্রন্থিকে মাস্টার গ্র্যান্ড বলে ?
উত্তর :- পিটুইটারী
১০) কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে ?
উত্তর :- ইনসুলিন
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.