Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কোন সন্ধির দ্বারা টিপুর দুই পুত্রকে জামিন স্বরূপ ইংরেজরা কলকাতায় নিয়ে গিয়েছিল ?
উত্তর :- শ্রীরঙ্গপত্তনমের সন্ধি
২) 1934 সালে "Planned Economy for India" বইটি কে লেখেন ?
উত্তর :- এম. বিশ্বেসরাইয়া
৩) "সি-ইউ-কি" কার রচনা ?
উত্তর :- হিউয়েন স্যাং
৪) একজন কন্যা সন্তান তার এক্স ক্রোমোজোম পায় -
উত্তর :- পিতা-মাতা উভয়ের থেকে
৫) বাহমনি শাসক তাজউদ্দীন ফিরুজ, বিজয়নগরের কোন শাসকের সাথে তার কন্যার বিবাহ দেন ?
উত্তর :- প্রথম দেবরায়
৬) কম্পট্রোলার ও অডিটর জেনারেল (CAG) সংসদের কোন কমিটির সাথে যুক্ত থাকেন ?
উত্তর :- পাবলিক একাউন্টস কমিটি
৭) লেন্সের পাওয়ারের SI একক কি ?
উত্তর :- ডায়োপোট্রে
৮) ভারতীয় নৌবাহিনীর জনক কাকে বলা হয়ে থাকে ?
উত্তর :- ছত্রপতি শিবাজী
৯) দেশীয় সংবাদপত্র আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তর :- 1878 সালে
১০) বিশ্বের সবথেকে বেশি খনিজ তেল উৎপাদন হয় কোন দেশে ?
উত্তর :- সৌদি আরব
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.