Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত বলা হয় কাকে ?
উত্তর :- রাজা রামমোহন রায়
২) ইনসুলিন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে ?
উত্তর :- অগ্ন্যাশয়
৩) সন্তোষ ট্রফি কোন খেলার সাথে জড়িত ?
উত্তর :- ফুটবল
৪) লোকসভায় কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সর্বাধিক কতজন সদস্য নির্বাচিত হতে পারেন ?
উত্তর :- ২০ জন
৫) যানবাহনের ধোঁয়ায় প্রাপ্ত ক্ষতিকারক ধাতু জাতীয় পদার্থ হলো ?
উত্তর :- সীসা
৬) কিয়োটো চুক্তি বলবৎ হয় কত সালে ?
উত্তর :- 2005 সালে
৭) গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে গৃহীত হয় ?
উত্তর :- 1986 সালে
৮) প্রোটিন কি ধরণের উপাদান ?
উত্তর :- জৈব
৯) তিমির শ্বাস অঙ্গের নাম কি ?
উত্তর :- ফুসফুস
১০) ফ্লাই অ্যাশ প্রধানত কোথায় দেখা যায় ?
উত্তর :- তাপবিদ্যুৎ কেন্দ্রে
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.