Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) এদের মধ্যে কোনটি দৈঘ্যের একক নয় ?
উত্তর :- রেডিয়ান
২) পরমাণুর ব্যস মাপার একক কোনটি ?
উত্তর :- অ্যাঙস্ট্রম
৩) ব্যরোমিটার কে আবিষ্কার করেন ?
উত্তর :- টরিসলি
৪) SI তে দৈঘ্যের একক কি ?
উত্তর :- মিটার
৫) আত্মঘাতী বাঙালি কার বিখ্যাত রচনা ?
উত্তর :- নীরদ সি চৌধুরী
৬) অ্যাভোগাড্রো সংখ্যার মান কে সর্বপ্রথম নির্ণয় করেন ?
উত্তর :- বিজ্ঞানী মিলিকান
৭) আন্তজাতিক নদী কাকে বলা হয় ?
উত্তর :- দানিউব নদীকে
৮) পিট কয়লাতে কার্বনের পরিমান কত শতাংশ থাকে ?
উত্তর :- 60%
৯) ভারতের বিপ্লববাদের জনক বলা হয় -
উত্তর :- বাসুদেব বলবন্ত ফাদকে
১০) রোধের SI একক কি ?
উত্তর :- ওহম
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.