Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয় ?
উত্তর :- চন্দ্রগুপ্ত মৌর্য
২) "সব লাল হো যায়েগা" উক্তি কার ছিল ?
উত্তর :- রণজিৎ সিং
৩) মহাবীরের প্রতীক কি ছিল ?
উত্তর :- সিংহ
৪) মুদ্রারাক্ষস গ্রন্থটি কার লেখা ?
উত্তর :- বিশাখদত্ত
৫) কোন সুলতান নিজেকে আলেকজান্ডার রূপে অভিহিত করেছিলেন ?
উত্তর :- আলাউদ্দিন খলজি
৬) "ইবাদৎ খানা" আসলে কি ?
উত্তর :- ধর্মীয় আলোচনার ঘর
৭) বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় কার আমলে স্থাপিত -
উত্তর :- কুমার গুপ্ত
৮) মহম্মদ বিন তুঘলকের আসল নাম কি ?
উত্তর :- জুনা খাঁ
৯) "দানসাগর" ও "অদ্ভুতসাগর" কার রচনা ?
উত্তর :- বল্লাল সেন
১০) "বিবি কা মাকবারা" কে নির্মাণ করেন ?
উত্তর :- আজম শাহ
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.