Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) হর্ষবর্ধনের শাসনকালে কে ভারতে আসেন ?
উত্তর :- হিউয়েন সাঙ
২) বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ?
উত্তর :- আলাউদ্দিন খলজি
৩) ভবভূতি ছিলেন -
উত্তর :- সংস্কৃত কবি, সংস্কৃত গদ্যকার ও সংস্কৃত নাট্যকার
৪) নিন্মলিখিত ব্যক্তিদের মধ্যে কে চরমপন্থী নেতা নন ?
উত্তর :- গোপালকৃষ্ণ গোখলে
৫) ঘটনাক্রম অনুযায়ী সাজান- (i) চম্পারণ আন্দোলন, (ii) ডান্ডি যাত্রা, (iii) বঙ্গভঙ্গ, (iv) ভারত ছাড়ো আন্দোলন
উত্তর :- (iii),(i),(ii),(iv)
৬) কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় ?
উত্তর :- 1940 সালে
৭) কোন গভর্নেরর আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয় ?
উত্তর :- লর্ড ওয়েলেসলি
৮) 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ?
উত্তর :- লর্ড ক্যানিং
৯) কোন মুঘল সম্রাজ্ঞীর় নাম সমস্ত মুঘল ফরমানে লেখা এবং মুদ্রায় খোদিত রয়েছে ?
উত্তর :- নুরজাহান
১০) কাশ্মীরের আকবর কাকে বলা হয় ?
উত্তর :- জয়নুল আবেদীন
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.