Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) জিপসাম যে ধাতুর আকরিক -
উত্তর :- ক্যালশিয়াম
২) নিন্মলিখিত কোনটি হাইড্রোজেনের আইসোটোপ নয় ?
উত্তর :- ইরিডিয়াম
৩) লেড পেন্সিলে থাকে -
উত্তর :- গ্রাফাইট
৪) অ্যাসিড নীল লিটমাসকে রূপান্তরিত করে -
উত্তর :- লাল বর্ণে
৫) নিন্মলিখিত কোন গ্যাসটি হিমায়নের জন্যে ব্যবহার করা হয় ?
উত্তর :- অ্যামোনিয়া
৬) কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায় ?
উত্তর :- সোডিয়াম
৭) কার্বনের যে বহুরূপটি তাপ ও তড়িতের সুপরিবাহী, সেটি হলো -
উত্তর :- গ্রাফাইট
৮) ঝালাইয়ের কাজে ব্যবহৃত উত্তপ্ত শিখা প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উত্তর :- অ্যাসিটিলিন
৯) SO2 জলে দ্রবীভূত হয়ে যে অ্যাসিড তৈরী করে, তা হলো -
উত্তর :- সালফিউরাস অ্যাসিড
১০) মিষ্টি সাজাতে কোন ধাতুর অত্যন্ত পাতলা চাদর ব্যবহার করা হয় ?
উত্তর :- রুপো
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.