Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) জুনাগড়ের শিলালিপিতে কার সাথে সম্পর্কিত ?
উত্তর :- রুদ্রদমন
২) ইল্লরার পাহাড়ী মন্দিরটি কে নির্মাণ করেন ?
উত্তর :- রাষ্ট্রকূট
৩) সম্মেদ শিখর কোন ধর্মের তীর্থস্থান ?
উত্তর :- জৈন
৪) ভোজশালা মন্দিরের উপাস্য দেবতা হলেন ?
উত্তর :- ভগবতী সরস্বতী
৫) বংশগতির পার্টিকুলেট থিওরি বা মতবাদ প্রবর্তন করেন ?
উত্তর :- গ্রেগর জোহান মেন্ডেল
৬) মিয়োসিস এর সময় ক্রসিং ওভার হয় কোন দশায়/উপদশায় -
উত্তর :- প্যাকিটিন
৭) বদ্রীনাথ ধাম কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- উত্তরাখন্ড
৮) ভারতীয় সংবিধান গঠনের জন্যে ভারতীয় গণপরিষদের কতটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর :- 12 টি
৯) রঘুনাথ মন্দিরটি অবস্থিত -
উত্তর :- জম্মুতে
১০) পরিবর্তিত মৃদগত কাণ্ডের উদাহরণ -
উত্তর :- আলু
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.