Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) রকেটের কার্যনীতি কিসের ওপর প্রতিষ্ঠিত ?
উত্তর :- ভরবেগের সংরক্ষণ
২) চা খুব দ্রুত ঠান্ডা হয় -
উত্তর :- পোর্সেলিন পাত্রে
৩) কার্যের ব্যাবহারিক একক কি ?
উত্তর :- জুল
৪) সেন্টিগ্রেড স্কেলে পরমশূন্য উষ্ণতার পাঠ কত ?
উত্তর :- -273 ডিগ্রি
৫) প্রথম শ্রেণীর লিভার আলম্ব বিন্দুর অবস্থান -
উত্তর :- ভার ও প্রযুক্ত বলের মাঝে
৬) দ্বিতীয় শ্রেনীর লিভারে ভার, দন্ডের কোথায় থাকে ?
উত্তর :- মাঝে
৭) তৃতীয় শ্রেণীর লিভারে বল, দন্ডের কোথায় প্রযুক্ত হয় ?
উত্তর :- মাঝে
৮) মরুভূমির মরীচিকার কারণ কি ?
উত্তর :- অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন
৯) জলের আংশিক ডোবানো সোজা দন্ডকে বাঁকা দেখানোর কারণ হলো -
উত্তর :- প্রতিসরণ
১০) শব্দেতর শব্দের কম্পাঙ্ক হলো -
উত্তর :- 20 Hz এর কম
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.