Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) রিজার্ভ ব্যাংকের গভর্ণর যার দ্বারা নিযুক্ত হন -
উত্তর :- কেন্দ্র সরকার
২) ভারতে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ চাকুরীজীবি হিসেবে নিযুক্ত ?
উত্তর :- রেলওয়ে সংস্থায়
৩) ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত ?
উত্তর :- মুম্বাই
৪) SAARC প্রতিষ্ঠিত হয় -
উত্তর :- 8 ডিসেম্বর 1985
৫) নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয় ?
উত্তর :- ক্রেডিট কার্ড
৬) ভারতের অর্থনৈতিক পরিকল্পনা কোন তালিকাভুক্ত ?
উত্তর :- যৌথ তালিকা
৭) "অপারেশন বর্গা" হলো -
উত্তর :- কৃষি সংস্কারমূলক কর্মসূচি
৮) "অর্থনীতির জনক" কাকে বলা হয় ?
উত্তর :- অ্যাডম স্মিথ
৯) "ফোরসড সেভিংস" কথাটির অর্থ -
উত্তর :- মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়
১০) ভূমি সংস্কারের উদ্দেশ্য ছিল -
(i) উৎপাদন বৃদ্ধি করা,
(ii) অর্থনৈতিক বিকাশের সঙ্গে বন্টণগত ন্যায় নিশ্চিত করা,
(iii) গ্রামীণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা
উত্তর :- উপরের সবগুলি
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.