Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) 2023 সালের FIH (Fédération Internationale de Hockey) মেনস হকি ওয়াল্ড কাপ কোথায় আয়োজিত হবে ?
উত্তর :- ওড়িশা, ভারত
২) কোন রশ্মিটি সবচেয়ে বেশি বিপজ্জনক ?
উত্তর :- গামা রশ্মি
৩) এক্স-রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না -
উত্তর :- হাড়
৪) উপযুক্ত বর্ণ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। abcabb__ab__a__bc__bb__aa
উত্তর :- caabc
৫) সম্প্রীতি দেহের কোন অংশের জন্যে Wireless Artifact-Free neuromodulation Device আবিষ্কৃত হয়েছে ?
উত্তর :- মস্তিষ্ক
৬) ভারতীয় শাসনতন্ত্র নিন্মলিখিত দেশের শাসনতন্ত্রের অনুকরণে পার্লামেন্টারি শাসনব্যবস্থা রূপায়ন করেছে -
উত্তর :- ব্রিটেন
৭) সম্প্রীতি প্রায়ত সুধীর ধর কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিল ?
উত্তর :- কার্টুন শিল্পী
৮) পেশী ক্লান্তির জন্য দায়ী কে ?
উত্তর :- ল্যাকটিক অ্যাসিড
৯) দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল ?
উত্তর :- 1780 সালে
১০) বেঙ্গল ব্রিটিশ-ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর :- জর্জ থমসন
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.