Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) নিন্মলিখিত কোন লোকসভার অধ্যক্ষ পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছিলেন ?
উত্তর :- নীলম সঞ্জীব সিং রেড্ডি
২) ভারতের লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
উত্তর :- জি ভি মাভলংকার
৩) ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর :- গুলজারিলাল নন্দ
৪) নিন্মলিখিত কোন উপরাষ্ট্রপতি পরবর্তীকালে রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেননি ?
উত্তর :- গোপাল স্বরূপ পাঠক
৫) ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর :- ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ
৬) ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর :- ভি ভি গিরি
৭) মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা ?
উত্তর :- ইজরায়েল
৮) ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি আয়তনে সবচেয়ে ছোট ?
উত্তর :- লাক্ষাদ্বীপ ও মিনিকয়
৯) লাক্ষাদ্বীপ ও মিনিকয় এর রাজধানী কোনটি ?
উত্তর :- কাভারাত্তি
১০) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের মধ্যে আকারে কোনটি সবচেয়ে বড়ো ?
উত্তর :- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.