Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে বলা হয় -
উত্তর :- নিগ্রন্থ
২) কোন বেদ ত্যাগ ও বিবিধ ধর্মানুষ্ঠান নিয়ে আলোচনা করে ?
উত্তর :- যজুর্বেদ
৩) কে ভারতের প্রথম ভাইসরয় ছিল ?
উত্তর :- লর্ড ক্যানিং
৪) পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন ?
উত্তর :- মরক্কো
৫) কে 1605 সালে আগ্রা শহর স্থাপন করে এটিকে রাজধানীতে পরিণত করেন ?
উত্তর :- সিকন্দর লোদী
৬) সুভাষচন্দ্র বসু কবে জন্মগ্রহণ করেন ?
উত্তর :- 1897 সালে
৭) মহম্মদ বিন তুঘলক তার নতুন রাজধানীর নাম কি রাখেন ?
উত্তর :- দৌলতাবাদ
৮) ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
উত্তর :- লর্ড মাউন্টব্যাটেন
৯) সিন্ধু সভ্যতার অংশ মহেন-জো-দারো বর্তমানে কোন রাষ্ট্রের অন্তর্গত ?
উত্তর :- পাকিস্তান
১০) কে ভারতের জাতীয় গান রচনা করেন ?
উত্তর :- বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.