Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) রোভারস কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর :- ফুটবল
২) নিউট্রন কে আবিষ্কার করেন ?
উত্তর :- জেমস চ্যাডউইক
৩) কোন সুলতান পুরীর জগন্নাথ মন্দির ও কাংরার জ্বালামুখী মন্দির অপবিত্র করেছিলো ?
উত্তর :- ফিরোজ শাহ তুঘলক
৪) যখন আমরা ছাগলের মাংস খাই তখন আমরা কোন শ্রেণীর খাদক -
উত্তর :- দ্বিতীয় শ্রেণীর খাদক
৫) জেলেপ লা পাস্ বা গিরিপথ কোথায় অবস্থিত ?
উত্তর :- সিকিম হিমালয়
৬) কার্তি বিহু কোন গাছের নিচে অনুষ্ঠিত হয় ?
উত্তর :- তুলসী
৭) ঘোমার বা ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তর :- রাজস্থান
৮) "Conquest of Happiness" বইটি কে লিখেছেন ?
উত্তর :- বারট্রান্ড রাসেল
৯) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ হয় ?
উত্তর :- 1949 সালে
১০) ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকার ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?
উত্তর :- অস্ট্রেলিয়া
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.