Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) শিবকুমার শর্মা কোন য্ন্ত্রবাদক হিসাবে পরিচিত ?
উত্তর :- সন্তুর
২) CPU এর পুরো নাম হলো -
উত্তর :- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
৩) আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দফতর কোথায় অবস্থিত ?
উত্তর :- সুইজারল্যান্ড
৪) কোন সালে "চট্টগ্রাম অস্ত্রাগার" লুন্ঠন হয় ?
উত্তর :- 1930 সালে
৫) মনিটাইজড ডেফিসিট (Monetized Deficit) এর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নিন্মলিখিত কোন সংস্থার থেকে ঋন গ্রহণ করে ?
উত্তর :- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
৬) যদি কোন দ্রব্যের চাহিদা ও জোগান সমপরিমাণে বৃদ্ধি পায় তাহলে বাজারদরে কি প্রভাব পড়বে ?
উত্তর :- মূল্য স্থায়িত্ব পাবে
৭) অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে বড়দিন পালন করে। কারণ -
উত্তর :- এই দেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত
৮) কম্পিউটারের "IC" Chip তৈরিতে যা ব্যবহৃত হয় তা হলো -
উত্তর :- সিলিকন
৯) নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হলো -
উত্তর :- নিকেল
১০) গ্যাসকে উত্তপ্ত করলে কি তৈরী হয় ?
উত্তর :- প্লাজমা
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.