Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর :- সান্দাকফু
২) রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করেন ?
উত্তর :- সিন্ধু সভ্যতা
৩) প্রাচ্যের ম্যাঞ্চেস্টার কাকে বলা হয় ?
উত্তর :- ওসাকা
৪) উল্কার বেশির ভাগ অংশ কি দিয়ে গঠিত ?
উত্তর :- নিকেল
৫) কুইন অফ গাড়োয়াল কোন শহরকে বলা হয় ?
উত্তর :- নীলকণ্ঠ
৬) পেরুর রাজধানীর নাম কি ?
উত্তর :- লিমা
৭) সিন্ধু সভ্যতার একটি বন্দরের নাম কি ?
উত্তর :- লোথাল
৮) একমাত্র কোন গভর্নর জেনারেলকে ভারতের মাটিতে হত্যা করা হয়?
উত্তর :- লর্ড মেয়ো
৯) কোন শিখ গুরু খালসা গঠন করেন (১৬৯৯)?
উত্তর :- গুরু গোবিন্দ সিংহ
১০) তামাক উৎপাদনে পৃথিবীতে কোন দেশ প্রথম স্থান অধিকার করে ?
উত্তর :- চীন
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.