Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম কি ?
উত্তর :- নীললোহিত
২) কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় ?
উত্তর :- জিওফ্রে চসার
৩) মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার ?
উত্তর :- তৃতীয় শ্রেণীর
৪) কামিনী নিউট্রন রি-অ্যাক্টর কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- তামিলনাড়ু
৫) সার্ক কত সালে গঠিত হয় ?
উত্তর :- 1985 সালে
৬) পুলিশি ব্যবস্থার সংরক্ষণ কে করেন ?
উত্তর :- লর্ড কনওয়ালিশ
৭) সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- অন্ধ্রপ্রদেশ
৮) AFP সংবাদ সংস্থা কোন দেশের ?
উত্তর :- ফ্রান্স
৯) চতুরাশ্রমের প্রথম আশ্রম এর নাম কোনটি ?
উত্তর :- ব্রহ্মচর্য
১০) দ্বীন-ই-ইলাহির প্রবর্তক করেন কে ?
উত্তর :- আকবর
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.