Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) গুজরাটের কচ্ছের রন কত সালে বায়োস্ফিয়ারের তকমা পায় ?
উত্তর :-2008 সালে
২) লুমেন কিসের একক ?
উত্তর :- দীপ্তি প্রবাহের
৩) "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" - চরণটি কার ?
উত্তর :- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৪) মানব শরীরে রক্ত বিশুদ্ধিকরণের জন্য কোন অঙ্গটি কাজে লাগে ?
উত্তর :- বৃক্ক
৫) ওয়াল্ড কনসজিউমার রাইটস ডে কবে পালিত হয় ?
উত্তর :- 15 মার্চ
৬) কত সালে প্রথম মরণোত্তর নোবেল দেওয়া হয় ?
উত্তর :- 1931 সালে
৭) সত্যমঙ্গল টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর :- তামিলনাড়ু
৮) বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস কবে পালিত হয় ?
উত্তর :- 12 ই জুন
৯) কোন গভর্নর জেনারেল ভারতে প্রথম ডাকটিকিট প্রচলন করেন ?
উত্তর :- লর্ড ডালহৌসি
১০) কে মেদিনীপুরের লক্ষীবাঈ নামে পরিচিত ?
উত্তর :- রানী শিরোমণি
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.