Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কলহন রচিত গ্রন্থটির নাম কি ?
উত্তর :- রাজতরঙ্গিনী
২) যোজনা কমিশনের পরিবর্তে কোন সংস্থাটি কাজ করে ?
উত্তর :- নীতি আয়োগ
৩) মানবদেহের কোষে থাকে -
উত্তর :- 46 টি ক্রোমোজোম
৪) রামসার সাইট কথাটির সাথে সম্পর্কিত -
উত্তর :- জলাভূমি
৫) নিন্মলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় ?
উত্তর :- মানস
৬) "দেনা-পাওনা" ছোটোগল্পটি কার লেখা ?
উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর
৭) বিহারের দুঃখ নামে কোন নদী পরিচিত ?
উত্তর :- কোশি নদীকে
৮) "টিবিয়া" নামক বস্তুটি মানবদেহে পাওয়া যায়, এটি কি ?
উত্তর :- মানবদেহের হাড়
৯) ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের উর্ধ্বসীমা কত ?
উত্তর :- কোনো উর্ধ্বসীমা নেই
১০) ভিক্টরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর :- আফ্রিকা
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.