Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) কাদম্বরী গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর :- বাণভট্ট
২) সৌরচুল্লির কার্যনীতি কোনটির সঙ্গে এক -
উত্তর :- গ্রিনহাউস
৩) রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হলো -
উত্তর :- অ্যাসিটাইল স্যালিসাইলিক
৪) শিল্পের জন্যে ঋণদান করে থাকে কোন ব্যাঙ্ক ?
IDBI / IFCI / SFC
উত্তর :- উপরের সবগুলি
৫) পশ্চিমবঙ্গের উত্তরবহি নদী হলো -
উত্তর :- জলঢাকা, রায়ডাক
৬) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তর :- অ্যানি বেসান্ত
৭) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর :- রাসবিহারী বসু
৮) বোম্বে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর :- 1875 সালে
৯) গান্ধিজী কবে ডান্ডি অভিযান করেছিলেন ?
উত্তর :- 1930 সালে
১০) কুরি (Curie) কিসের একক ?
উত্তর :- পারমানবিক শক্তি
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.