Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
উত্তর :- জিম করবেট জাতীয় উদ্যান
২) সম্রাট অশোকের শাসন কালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উত্তর :- পাটুলিপুত্র
৩) ইরাকের জাতীয় খেলা কোনটি ?
উত্তর :- ফুটবল
৪) আধুনিক চীনের জনক কাকে বলা হয় ?
উত্তর :- সান ইয়াং সেন
৫) কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তর :- বেগুনি
৬) নিচের কোন অসুখটিকে "সাইলেন্ট কিলার" বলা হয় ?
উত্তর :- উচ্চ রক্তচাপ
৭) নিমবিডিন রাসায়নিক পদার্থটি নিন্মলিখিত কোন গাছে থেকে পাওয়া যায় ?
উত্তর :- নিম
৮) লেন্টিসেল উদ্ভিদের কোন অংশটিতে দেখা যায় ?
উত্তর :- কাণ্ডে
৯) হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন হয় ?
উত্তর :- U আকৃতির
১০) নিচের কোনটি চোয়ালবিহীন মেরুদন্ডী প্রাণী ?
উত্তর :- হ্যাগফিশ
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.