Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK
![]() |
Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
১) ভারতবর্ষে কবে ইঞ্জিনিয়ার্স দিবস পালিত হয় ?
উত্তর :- 15 সেপ্টেম্বর
২) বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন ?
উত্তর :- ধর্মপাল
৩) ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর :- লর্ড ডাফরিন
৪) অজন্তার গুহাচিত্র কোন সময়কার ?
উত্তর :- মৌর্য বংশ
৫) আকবরের সাম্রাজ্য কয়টি সুবাই বিভক্ত ছিল ?
উত্তর :- 15 টি
৬) ভারতে কে প্রথম জনগণনা শুরু করেছিলেন ?
উত্তর :- লর্ড মেয়ো
৭) পরিবেশে অক্সিজেনের প্রাকৃতিক উৎস কোনটি ?
উত্তর :- সালোকসংশ্লেষ
৮) ভারতের কোথায় প্রথম পঞ্চায়েতি রাজ চালু হয় ?
উত্তর :- রাজস্থান
৯) নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্য শৈলীর নাম কি ?
উত্তর :- রংমা
১০) খনিজ লবনের ভান্ডার বলা হয় -
উত্তর :- হিমাচল প্রদেশ
❤ ধন্যবাদ ❤
💘 আবার আসুন 💘
😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.