Bengali GK Capsule For Food SI | জিকে ক্যাপসুল | Some Important GK & GS in Bengali | MTS | CHSL | CGL | SSC | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-03 - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১৩ নভেম্বর ২০২৩

Bengali GK Capsule For Food SI | জিকে ক্যাপসুল | Some Important GK & GS in Bengali | MTS | CHSL | CGL | SSC | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK | Part-03

 

Bengali GK Capsule For Food SI| জিকে ক্যাপসুল | Some Important GK & GS in Bengali | MTS | CHSL | CGL | SSC | WBP | KP | Railway | PSC | WBCS | Daily GK 

GK%2BCAPSUL%2BDREAM%2BNOT%2BREAL

Bengali GK Capsule | জিকে ক্যাপসুল | Some Important General Knowledge  | General Knowledge (GK) | WBP | KP | Railway | PSC | WBCS



 👉 Dream Not Real

         
      নমস্কার বন্ধুরা ,
                               আজ আমরা আপনাদের  সামনে নিয়ে এসেছি বাংলা জিকে ক্যাপসুল । আমাদের আজকের প্রশ্ন গুলো বিগত কিছু পরীক্ষার প্রশ্ন পত্র থেকে সংগ্রহ করা। এই প্রশ্ন গুলো WBP | KP | PSC | RAILWAY | WBSC | SSC | CHSL | MTS | CGL প্রত্যেকটি পরীক্ষার জন্যে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই দেরি না করে তাড়াতাড়ি দেখে নিন। 

★ আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা আমরা যে প্রশ্নগুলি আপনাদের সামনে নিয়ে আসি তা কোনো না কোন পরীক্ষায় এসেছে। তাই এই গুরত্বপূর্ন প্রশ্নগুলি জানার জন্যে অতি অবশ্যিই আমাদের কে Follow করুন। 


►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄


১) দশম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর :- ছত্তিশগড়    


২) ভারতের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চলের নাম কি ?

উত্তর :- মৌসিনরাম    


৩) গুজরাটের সুদর্শন সরোবর বাঁধ কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেন ?

উত্তর :- স্কন্দগুপ্ত        


৪) পতঙ্গভুক উদ্ভিদরা পতঙ্গ খেয়ে কোন কোন পদার্থের অভাব মেটায় ?

কার্বন | হাইড্রোজেন | নাইট্রোজেন      

উত্তর উপরিক্ত সবগুলিকে অভাব মেটায়। 


৫) মিথেন গ্যাসের উৎস কোনটি ?

উত্তর :- আবর্জনার স্তূপ      


৬) আবহবিকার ও ক্ষয়ীভবনের যুগ্ম প্রভাব কি ?

উত্তর :- নগ্নীভবন    


৭) কোন উদ্ভিদ গোষ্ঠীর কোশ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন ?

উত্তর :- ছত্রাক   


৮) সবুজ বিপ্লব কথাটি যুক্ত রয়েছে কিসের সাথে ?

উত্তর :- গম উৎপাদন 


৯) শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন ?

উত্তর :- বিষ্ণুগুপ্ত         


১০) তরল শস্য কোন প্রকারের গোত্রে দেখা যায় ?

উত্তর :- এরিকেশী       


১১)  ভারতীয় শিল্পে গ্রিক রোমান প্রভাব নিচের কোন স্থানে দেখা যায় ?

উত্তর :- সাঁচি     


১২) নিচের কে নিগুণ সংস্কারক হিসেবে পরিচিত ?

উত্তর :- কোবির  


১৩) প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ?

উত্তর :- বিম্বিসার      


১৪) রুপিয়া মুদ্রা কে প্রথম প্রবর্তন করেন ?

উত্তর :- আকবর 


১৫) কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদামন ?

উত্তর :- শক       


১৬) পাটনা শহরের প্রাচীন নাম কি ছিল ?

উত্তর :- পাটলিপুত্র     


১৭) কাকে আয়ুর্বেদের জনক বলা হয় ?

উত্তর :- চারক    


১৮) সঙ্গম যুগের সাহিত্য কোন ভাষা ব্যবহৃত হয় ?

উত্তর :- তামিল 


১৯) গুপ্তযুগের কোন সাহিত্য ছাতক  কে ভারতীয় শেক্সপিয়ার বলা হয়ে থাকে ?

উত্তর :- কালিদাস     


২০) মুঘল যুগের কোন মহিলা একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা -

উত্তর :- গুলবদন বেগম        




ধন্যবাদ

💘 আবার আসুন 💘

😊 বন্ধুদের সাথে শেয়ার করুন 😊



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...