SSC GD কনস্টেবল নিয়োগ 2024 | SSC GD Constable Recruitment 2024 - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২৫ নভেম্বর ২০২৩

SSC GD কনস্টেবল নিয়োগ 2024 | SSC GD Constable Recruitment 2024

SSC GD কনস্টেবল নিয়োগ 2024 | SSC GD Constable Recruitment 2024

SSC GD কনস্টেবল নিয়োগ 2024 | SSC GD Constable Recruitment 2024

SSC তথা স্টাফ সিলেকশন কমিশনের তরফে মাধ্যমিক পাশ যোগ্যতায় জিডি কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রায় ২৬ হাজারেরও বেশি শুন্যপদের উল্লেখ করা আছে। যোগ্যতা, বেতন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিম্নে আলোচনা করা হলো।

রিক্রুটমেন্ট বোর্ডস্টাফ সিলেকশন কমিশন
পদের নামজিডি কনস্টেবল
যোগ্যতামাধ্যমিক পাশ
আবেদন মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটssc.nic.in
পদের নাম :

জিডি কনস্টেবল [General Duty (GD) Constable]।

শুন্যপদ :

মোট শুন্যপদ ২৬,১৪৬টি।

শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

বয়সসীমা :

১লা জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতন :

মাসিক বেতন ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি :
  • কম্পিউটার নির্ভর পরীক্ষা
  • শারীরিক দক্ষতা পরীক্ষা
  • শারীরিক পরিমাপ পরীক্ষা
  • মেডিক্যাল টেস্ট
আবেদন পদ্ধতি :

অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

আবেদন মূল্য ১০০/- টাকা; তবে মহিলা, এসসি, এসটি, এক্স-সার্ভিসম্যান প্রার্থীদের আবেদনের জন্য কোনোরকম টাকা লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু২৪শে নভেম্বর ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ৩১শে ডিসেম্বর ২০২৩

এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশনডাউনলোড
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...