WBPSC Clerkship Practice Set 2023 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২০২৩
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ক্লার্কশিপ নিয়োগ ২০২৩ -এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ সহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষার্থীরা দেখে নিন আজকের প্র্যাকটিস সেটের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি।
![]() |
| ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২০২৩ |
👉 Dream Not Real
►আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিন্মলিখিত ◄
1. ‘দিল্লি সুলতানীর রক্ষক’ -কাকে বলা হয়?
[A] কুতুবউদ্দিন আইবক
[B] নাসির উদ্দিন মাহমুদ
[C] ইলতুৎমিস
[D] গিয়াসুদ্দিন বলবন
উত্তরঃ [D] গিয়াসুদ্দিন বলবন
2. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
[A] বাবর ও হিমু
[B] আকবর ও রানা প্রতাপ
[C] আকবর ও রানা সংগ্রাম সিং
[D] বাবর ও রানা সঙ্গ
উত্তরঃ [D] বাবর ও রানা সঙ্গ
3. দিল্লি ষড়যন্ত্র মামলা কত সালে শুরু হয়েছিল?
[A] 1915
[B] 1916
[C] 1912
[D] 1913
উত্তরঃ [C] 1912
4. ভারত মহাসাগরের অবস্থিত ক্ষুদ্রতম দ্বীপময় দেশটি হলো-
[A] মরিশাস
[B] মায়ানমার
[C] ইন্দোনেশিয়া
[D] মালদ্বীপ
উত্তরঃ [D] মালদ্বীপ
5. রাজস্থান ক্যানেল (ইন্দিরা গান্ধী) এর উৎস কোন নদী?
[A] যমুনা
[B] চম্বল
[C] রাভী
[D] শতদ্রু ও বিপাশা
উত্তরঃ[D] শতদ্রু ও বিপাশা
আরও পড়ুনঃ ক্লার্কশিপ প্র্যাকটিস সেট
6. রাজ্যসভার সদস্যগণ কত বছরের জন্য নিযুক্ত হন?
[A] 5 বছর
[B] 6 বছর
[C] 7 বছর
[D] 4 বছর
উত্তরঃ [A] 5 বছর
7. ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
[A] নরম্যান-ই-বোরলগ
[B] এম এস স্বামীনাথন
[C] গ্যারি বেকার
[D] ড: পি এম বর্মা
উত্তরঃ [B] এম এস স্বামীনাথন
8. ভারতে হীরের খনি কোথায় অবস্থিত?
[A] উত্তর প্রদেশ
[B] মধ্যপ্রদেশ
[C] অন্ধ্রপ্রদেশ
[D] বিহার
উত্তরঃ [B] মধ্যপ্রদেশ
9.রেড ডাটা বুক কে প্রকাশ করেন?
[A] IUCN
[B] WWF
[C] IBWL
[D] এদের কেউ নন
উত্তরঃ [A] IUCN
10. কোষের শক্তিঘর কাকে বলা হয়?
[A] গলগি বডি
[B] রাইবোজোম
[C] মাইটোকনড্রিয়া
[D] লাইসোজোম
উত্তরঃ [C] মাইটোকনড্রিয়া
🟢 Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন।
11. নিচের কোন প্রাণীতে মুক্ত সংবহন তন্ত্র আছে?
[A] সাপ
[B] আরশোলা
[C] কেঁচো
[D] ইঁদুর
উত্তরঃ [B] আরশোলা
12. গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয়?
[A] লখনউ
[B] বারানসী
[C] হরিদ্বার
[D] এলাহাবাদ
উত্তরঃ [A] লখনউ
13. ক্লাইভ কত সালে দ্বিতীয়বারের জন্য বাংলার গভর্নর ছিলেন?
[A] 1764
[B] 1767
[C] 1765
[D] 1766
উত্তরঃ [C] 1765
14. গোলাপি বিপ্লব কিসের উৎপাদন বৃদ্ধির সঙ্গে যুক্ত?
[A] মাংস
[B] মধু
[C] চিংড়ি
[D]আলু
উত্তরঃ [C] চিংড়ি
15. কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?
[A] গামা
[B] বিটা
[C] আলফা
[D] এক্সরশ্মি
উত্তরঃ [D] এক্সরশ্মি
16. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?
[A] গোখলে
[B] লোকমান্য তিলক
[C] দাদাভাই নৌরজি
[D] মদন মোহন মালব্য
উত্তরঃ [D] মদন মোহন মালব্য
17. টিপু সুলতানের রাজধানী ছিল –
[A] শ্রীরঙ্গপত্তনাম
[B] মাইসোর
[C] বেলুর
[D] হাম্পি
উত্তরঃ [A] শ্রীরঙ্গপত্তনাম
18. নালন্দায় কে প্রথম খনন শুরু করেন?
[A] জন মার্শাল
[B] দয়ারাম সাহানি
[C] রাখাল দাস ব্যানার্জি
[D] ডি বি স্পুনার
উত্তরঃ [D] ডি বি স্পুনার
19. চিন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
[A]সাইক্লোন
[B]টর্নেডো
[C] টাইফুন
[D] হ্যারিকেন
উত্তরঃ [C] টাইফুন
20. লেপচা উপজাতি কোন রাজ্যে বসবাস করে?
[A] ঝাড়খণ্ড
[B] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
[C] বিহার
[D] সিকিম
উত্তরঃ [D] সিকিম
🟢 Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন।
21.’সংবাদ প্রভাকর’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
[A] দেবেন্দ্র নাথ ঠাকুর
[B] অক্ষয় কুমার দত্ত
[C] প্যারীচাঁদ মিত্র
[D] ঈশ্বর গুপ্ত
উত্তর: [D] ঈশ্বর গুপ্ত
22.সুভাষ চন্দ্র বোসকে দেশনায়ক বলে আখ্যায়িত করেন কে?
[A] মহাত্মা গান্ধী
[B] সর্দার বল্লভ ভাই প্যাটেল
[C] রামমোহন লোহিয়া
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: [D] রবীন্দ্রনাথ ঠাকুর
23. আবুল ফজলকে কার নির্দেশে হত্যা করা হয়?
[A] ঔরঙ্গজেবে
[B] যুবরাজ দানিয়াল
[C] জাহাঙ্গীর
[D] রহিম খান -ই- খানা
উত্তর: [C] জাহাঙ্গীর
24. বাংলায় মুসলিম নবজাগরণের জনক কাকে বলা হয়?
[A] মির্জা গোলাম আহমেদ
[B] মহম্মদ কাসিম
[C] নবাব আব্দুল লতিফ
[D] রশিদ গাঙ্গেহি
উত্তর: [C] নবাব আব্দুল লতিফ
25. ‘Springing Tiger’- বই টি কার বায়োগ্ৰাফি?
[A] ভগৎ সিং
[B] চন্দ্রশেখর আজাদ
[C] শ্যামজিতকৃষ্ণ বার্মা
[D] সুভাষচন্দ্র বোস
উত্তর: [D] সুভাষচন্দ্র বোস
26. তুন্দ্রা অঞ্চলে খুব শীতল বায়ু কে কি বলে?
[A]সিরক্কো
[B] বোরা
[C] মিষ্ট্রাল
[D] ব্লিজার্ড
উত্তর: [D] ব্লিজার্ড
27. স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে?
[A] 1951
[B] 1953
[C] 1952
[D] 1955
উত্তর: [C] 1952
28.নীচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ নয়?
[A] অ্যাপেন্ডিক্স
[B] নিকটিটেটিং মেমব্রেন
[C]কক্সিস
[D] গলব্লাডার
উত্তর: [D] গলব্লাডার
29. শিশুদের হাঁটতে শেখা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া?
[A] সহজাত প্রতিবর্ত ক্রিয়া
[B] অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া
[C] জটিল প্রতিবর্ত ক্রিয়া
[D] কোনোটিই নয়
উত্তর: [B] অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া
30. ইউরিয়া তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
[A] O2
[B] CO2
[C] NH3
[D] H2
উত্তর: [C] NH3
🟢 Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন।
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.