RRB ALP নিয়োগ 2024 বিজ্ঞপ্তি, আবেদন লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন ও স্যালারি | RRB ALP Recruitment 2024 Notification Out for 5696 Posts, Check Eligibility and How to Apply - Dream Not Real

LATEST UPDATE

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২০ জানুয়ারি ২০২৪

RRB ALP নিয়োগ 2024 বিজ্ঞপ্তি, আবেদন লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন ও স্যালারি | RRB ALP Recruitment 2024 Notification Out for 5696 Posts, Check Eligibility and How to Apply

5696 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য RRB ALP নিয়োগ 2024 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।RRB ALP 2024 বিজ্ঞপ্তি, আবেদন লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন ও স্যালারি বিস্তারিত আর্টিকেলটিতে দেওয়া রয়েছে।

RRB ALP Recruitment 2024 Notification


➤ RRB ALP নিয়োগ পদ্ধতি :
RRB ALP নিয়োগ 2024: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB), অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য RRB ALP নিয়োগ 2024 বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি প্রার্থীদের জন্য একটি ভাল সুযোগ, কারণ এবার RRB মোট 5696 ALP পদের জন্য ভ্যাকেন্সি প্রকাশ করেছে। ITI/ডিপ্লোমা/ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রিধারী প্রার্থীরা 20 জানুয়ারী 2024-থেকে অফিসিয়াল ওয়েবসাইটে https://indianrailways.gov.in/-এ তাদের আবেদনপত্র জমা দিতে পারেন। RRB ALP যোগ্যতা, গুরুত্বপূর্ণ তারিখ, অনলাইন আবেদনের লিঙ্ক এবং অন্যান্য বিশদ বিবরণ সম্পর্কে সম্পূর্ণ বিবরণ আর্টিকেলে আলোচনা করা হয়েছে।

➤ RRB ALP নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে :

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) হল ইন্ডিয়া রেলওয়ের নিয়োগ সংস্থা যা বিভিন্ন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। 18ই জানুয়ারী 2024-এ, RRB 5696 টি ভ্যাকেন্সির জন্য RRB ALP বিজ্ঞপ্তি 2024 (Centralized Recruitment Notification (CEN) No. 01/2024) প্রকাশ করেছে। দেশের সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থীরা RRB-এর আঞ্চলিক ক্যাডারে প্রার্থী নির্বাচন করা হবে।



➤ পদের বিবরন (RRB ALP Recruitment 2024 Notification) :

বিজ্ঞপ্তি নম্বর– CEN No: 01/2024

পদের নাম- এখানে যেই পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হল- Assitant Loco Pilot।

বয়সসীমা– এখানে আবেদন করতে চাইলে, প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮বছর থেকে সর্বচ্চ ৩০বছরের মধ্যে। ০১.০৭.২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীকে বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতন– এই পদে যদি আপনি চাকরি পান, তাহলে প্রতিমাসে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা মাইনে দেওয়া হবে।

➤ RRB ALP নিয়োগ 2024 :

RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ 2024-এর মাধ্যমে, বোর্ড CBT I, CBT II, CBAT, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মতো নির্বাচন পর্যায়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে চলেছে। যারা নির্বাচিত হবেন তাদের বেসিক স্যালারি প্রতি মাসে Rs.19,900 দেওয়া হবে। আগ্রহীরা 19 ফেব্রুয়ারী 2024 পর্যন্ত RRB ALP 2024-এর জন্য আবেদন করতে পারেন। এখানে RRB ALP নিয়োগ 2024 ওভারভিউ দেখুন।

RRB ALP নিয়োগ 2024
সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(RRB)
পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP)
ভ্যাকেন্সি 5696
বিজ্ঞাপন নম্বর 01/2024
ক্যাটাগরি জব নোটিফিকেশন
আবেদন মোড অনলাইন
আবেদনের তারিখ 20 জানুয়ারী থেকে 19 ফেব্রুয়ারী 2024
শিক্ষাগত যোগ্যতা ITI/ প্রাসঙ্গিক শৃঙ্খলায় ডিপ্লোমা
বয়স সীমা 42 বছর
স্যালারি Rs.19,900/-
চাকরির স্থান সারা ভারতে
নির্বাচন প্রক্রিয়া CBT I, CBT II, CBAT ডকুমেন্ট ভেরিফিকেশন
RRB অফিসিয়াল ওয়েবসাইট https://indianrailways.gov.in/



➤ RRB ALP নিয়োগ 2024: গুরুত্বপূর্ণ তারিখ :

RRB ALP নিয়োগ 2024-এর জন্য অনলাইন আবেদনের তারিখ জানিয়ে দিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালটি 20 জানুয়ারী থেকে 19 ফেব্রুয়ারী 2024-এর মধ্যে সক্রিয় আছে। এখন পর্যন্ত, বোর্ড শুধুমাত্র আবেদনের তারিখ ঘোষণা করেছে এবং পরীক্ষার তারিখ শীঘ্রই প্রকাশ করা হবে।


RRB ALP নিয়োগ 2024: গুরুত্বপূর্ণ তারিখ
ইভেন্ট তারিখ
RRB ALP বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 18ই জানুয়ারী 2024
RRB ALP অনলাইন আবেদন শুরুর তারিখ 20শে জানুয়ারী 2024
RRB ALP অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 19 ফেব্রুয়ারি 2024


➤ RRB ALP নিয়োগ 2024: ভ্যাকেন্সি :
RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য RRB মোট 5696 ভ্যাকেন্সি ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের রিজিয়ন ভিত্তিক ভ্যাকেন্সি নিচের টেবিলে দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের RRB রিজিয়ন ভ্যাকেন্সি
কলকাতা 254 + 91
মালদা 161 + 56
শিলিগুড়ি 67


RRB ALP Region-wise Vacancies
RRB Regions Vacancies
Ahmedabad 238
Ajmer 228
Bengaluru 473
Bhopal 284
Bhubaneshwar 280
Bilaspur 1316
Chandigarh 66
Chennai 148
Gorakhpur 43
Guwahati 62
Jammu Srinagar 39
Kolkata 345
Malda 217
Mumbai 547
Muzaffarpur 38
Patna 38
Prayagraj 652
Ranchi 153
Secundrabad 758
Siliguri 67
Thiruvananthapuram 70
Total 5696


➤ RRB ALP অনলাইনে 2024 আবেদন করুন :
RRB ALP আবেদন 2024 RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://indianrailways.gov.in/- 20শে জানুয়ারী 2024 থেকে শুরু হয়েছে অনুগ্রহ করে মনে রাখবেন যে আবেদনটি বোর্ড শুধুমাত্র অনলাইন মোডের মাধ্যমে গ্রহণ করবে এবং আবেদনের অন্য কোনো পদ্ধতি গ্রহণ করা হবে না। নীচের লিঙ্কটি 19 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত সক্রিয় থাকবে

এখানে ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। এরপরে, RRB ALP Recruitment 2024 Notification OUT) নিজের নাম, ইমেল আইডি, ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে লগইন করে ব্যক্তিগত তথ্য দিয়ে এবং ফটো, সিগনেচার আপলোড করতে হবে। সবশেষে, আবেদন ফি পেমেন্ট করে ফর্মটি ফাইনাল সাবমিট করতে হবে। ফর্ম ফিলাপ শেষে, সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন।

➤ RRB ALP আবেদন ফি :

আবেদনপত্র পূরণ করার সময়, প্রার্থীদের অনলাইনে আবেদন ফি দিতে হবে। অসংরক্ষিত এবং OBC বিভাগের জন্য, আবেদনের ফি হল RS.500/- যেখানে SC/ST/প্রাক্তন-সার্ভিসম্যান/PWDs/মহিলা/ট্রান্সজেন্ডার/সংখ্যালঘু/অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য এটি হল Rs. 250/-

বিশেষ দ্রষ্টব্য: SC/ST/প্রাক্তন-সার্ভিসম্যান/PWDs/মহিলা/ট্রান্সজেন্ডার/সংখ্যালঘু/অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য ফি প্রথম পর্যায়ে CBT-তে উপস্থিত হওয়ার পরে প্রযোজ্য ব্যাঙ্ক চার্জ কেটে নেওয়ার পরে ফেরত দেওয়া হবে।


ক্যাটাগরি আবেদন ফি
অসংরক্ষিত, OBC প্রার্থী Rs.500/-
SC/SC/এক্স-সার্ভিসমান/PWD/মহিলা/ট্রান্সজেন্ডার/EBC Rs.250/-

➤ শিক্ষাগত যোগ্যতা :

১) এই পদে আবেদন করতে চাইলে, আবেদনকারীদের যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে নীচের এই সমস্ত ট্রেডে NCVT/SCVT বোর্ডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।

  1. Fitter,
  2. Electrician,
  3. Instrument,
  4. Mechanic,
  5. Mechanic (Motor Vehicle),
  6. Wireman,
  7. Tractor Mechanic,
  8. Armature & Coil Winder,
  9. Mechanic (Diesel),
  10. Heat Engine,
  11. Turner, Machinist,
  12. Refrigaration & AC Mechanic 

অথবা, 

২) মাধ্যমিক পাশ সাথে উপরের যেকোন ট্রেডে Act Apprentice ট্রেনিং করা থাকলেও আবেদন করতে পারবেন।

অথবা

৩) মাধ্যমিক পাশ সাথে Mechanical/Electrical/Electronics/Automobile Engineering এই সমস্ত ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে।

# এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে।

প্রার্থীকে সুস্থ/ফিট দেহের অধিকারী হতে হবে।

যেখান থেকে তারা পদের জন্য আবেদন করছেন সেই আঞ্চলিক ভাষা তাদের জানা থাকতে হবে।

একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কাজের প্রোফাইল সম্পাদন করার জন্য তাকে/তাকে মানসিকভাবে ফিট হতে হবে।

➤ RRB ALP বয়স সীমা 2024 (1/7/2024 অনুযায়ী) :

অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য ন্যূনতম বয়সসীমা 1/7/2024 তারিখে 18 থেকে 30 বছর। সরকারী নিয়ম অনুযায়ী বিভিন্ন বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

RRB ALP শারীরিক/মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজনীয়তা

প্রার্থীদের শারীরিক চিকিৎসাগতভাবে ফিট হওয়া গুরুত্বপূর্ণ। মেডিকেল স্ট্যান্ডার্ড A-1 হওয়া উচিত এবং প্রার্থীদের চোখের দৃষ্টি নীচের টেবিলের ডেটা অনুযায়ী হওয়া উচিত।


RRB ALP শারীরিক/মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজনীয়তা
মেডিকেল স্ট্যান্ডার্ড ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ভিশন স্ট্যান্ডার্ড
A-1 শারীরিকভাবে সকল মানদণ্ডে ফিট দূরদর্শন: 6/6, 6/6 চশমা ছাড়া ফগিং পরীক্ষা (+2D গ্রহণ করা উচিত নয়) কাছাকাছি দৃষ্টি: Sn: 0.6। 0.6 চশমা ছাড়া অবশ্যই কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

➤ RRB ALP নির্বাচন প্রক্রিয়া :

যারা RRB ALP পোস্টের জন্য আবেদন করছেন, তাদের অবশ্যই নির্বাচন প্রক্রিয়া জানতে হবে যার মধ্য দিয়ে তাদের যেতে হবে। RRB ALP নির্বাচন প্রক্রিয়া 4টি ধাপ নিয়ে গঠিত এবং সমস্ত পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হবে।

    পর্যায় I CBT

    পর্যায় II CBT

    কম্পিউটার-ভিত্তিক যোগ্যতা পরীক্ষা (CBAT)

    ডকুমেন্টস ভেরিফিকেশন

    মেডিকেল পরীক্ষা


➤ RRB ALP 2024 সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন :

RRB ALP পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের CBT 1 এবং 2 পরীক্ষার জন্য অবশ্যই RRB ALP সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন 2024 সম্পর্কে হবে। RRB ALP পরীক্ষায় 3টি পরীক্ষা থাকে যেমন CBT 1, CBT 2 এবং CBAT পরীক্ষা। প্রার্থীরা নিচের লিঙ্কে ক্লিক করে RRB ALP সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন 2024-এর বিস্তারিত তথ্য দেখুন।




এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

If you have any doubts. Please let me know.

General Knowledge (GK) Practice Set 41 | জেনারেল নলেজ (জিকে) প্র্যাকটিস সেট ৪১

  গ্রাম পঞ্চায়েত|WBP|KP|Railway|PSC Clerkship |WBCS |Food SI General Knowledge (GK) Practice Set 41 নমস্কার বন্ধুরা ,                       ...