5696 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য RRB ALP নিয়োগ 2024 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।RRB ALP 2024 বিজ্ঞপ্তি, আবেদন লিঙ্ক, সিলেবাস, পরীক্ষার প্যাটার্ন ও স্যালারি বিস্তারিত আর্টিকেলটিতে দেওয়া রয়েছে।
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) হল ইন্ডিয়া রেলওয়ের নিয়োগ সংস্থা যা বিভিন্ন পদের জন্য নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে। 18ই জানুয়ারী 2024-এ, RRB 5696 টি ভ্যাকেন্সির জন্য RRB ALP বিজ্ঞপ্তি 2024 (Centralized Recruitment Notification (CEN) No. 01/2024) প্রকাশ করেছে। দেশের সমস্ত রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থীরা RRB-এর আঞ্চলিক ক্যাডারে প্রার্থী নির্বাচন করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর– CEN No: 01/2024
পদের নাম- এখানে যেই পদে নিয়োগ করা হচ্ছে, সেটি হল- Assitant Loco Pilot।
বয়সসীমা– এখানে আবেদন করতে চাইলে, প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮বছর থেকে সর্বচ্চ ৩০বছরের মধ্যে। ০১.০৭.২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীকে বয়স হিসাব করে নিতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন– এই পদে যদি আপনি চাকরি পান, তাহলে প্রতিমাসে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা মাইনে দেওয়া হবে।
➤ RRB ALP নিয়োগ 2024 :
RRB অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ 2024-এর মাধ্যমে, বোর্ড CBT I, CBT II, CBAT, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মতো নির্বাচন পর্যায়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে চলেছে। যারা নির্বাচিত হবেন তাদের বেসিক স্যালারি প্রতি মাসে Rs.19,900 দেওয়া হবে। আগ্রহীরা 19 ফেব্রুয়ারী 2024 পর্যন্ত RRB ALP 2024-এর জন্য আবেদন করতে পারেন। এখানে RRB ALP নিয়োগ 2024 ওভারভিউ দেখুন।
| RRB ALP নিয়োগ 2024 | |
|---|---|
| সংস্থা | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড(RRB) |
| পদের নাম | অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) |
| ভ্যাকেন্সি | 5696 |
| বিজ্ঞাপন নম্বর | 01/2024 |
| ক্যাটাগরি | জব নোটিফিকেশন |
| আবেদন মোড | অনলাইন |
| আবেদনের তারিখ | 20 জানুয়ারী থেকে 19 ফেব্রুয়ারী 2024 |
| শিক্ষাগত যোগ্যতা | ITI/ প্রাসঙ্গিক শৃঙ্খলায় ডিপ্লোমা |
| বয়স সীমা | 42 বছর |
| স্যালারি | Rs.19,900/- |
| চাকরির স্থান | সারা ভারতে |
| নির্বাচন প্রক্রিয়া | CBT I, CBT II, CBAT ডকুমেন্ট ভেরিফিকেশন |
| RRB অফিসিয়াল ওয়েবসাইট | https://indianrailways.gov.in/ |
RRB ALP নিয়োগ 2024-এর জন্য অনলাইন আবেদনের তারিখ জানিয়ে দিয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালটি 20 জানুয়ারী থেকে 19 ফেব্রুয়ারী 2024-এর মধ্যে সক্রিয় আছে। এখন পর্যন্ত, বোর্ড শুধুমাত্র আবেদনের তারিখ ঘোষণা করেছে এবং পরীক্ষার তারিখ শীঘ্রই প্রকাশ করা হবে।
| RRB ALP নিয়োগ 2024: গুরুত্বপূর্ণ তারিখ | |
|---|---|
| ইভেন্ট | তারিখ |
| RRB ALP বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | 18ই জানুয়ারী 2024 |
| RRB ALP অনলাইন আবেদন শুরুর তারিখ | 20শে জানুয়ারী 2024 |
| RRB ALP অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ | 19 ফেব্রুয়ারি 2024 |
| পশ্চিমবঙ্গের RRB রিজিয়ন | ভ্যাকেন্সি |
|---|---|
| কলকাতা | 254 + 91 |
| মালদা | 161 + 56 |
| শিলিগুড়ি | 67 |
| RRB ALP Region-wise Vacancies | |
|---|---|
| RRB Regions | Vacancies |
| Ahmedabad | 238 |
| Ajmer | 228 |
| Bengaluru | 473 |
| Bhopal | 284 |
| Bhubaneshwar | 280 |
| Bilaspur | 1316 |
| Chandigarh | 66 |
| Chennai | 148 |
| Gorakhpur | 43 |
| Guwahati | 62 |
| Jammu Srinagar | 39 |
| Kolkata | 345 |
| Malda | 217 |
| Mumbai | 547 |
| Muzaffarpur | 38 |
| Patna | 38 |
| Prayagraj | 652 |
| Ranchi | 153 |
| Secundrabad | 758 |
| Siliguri | 67 |
| Thiruvananthapuram | 70 |
| Total | 5696 |
আবেদনপত্র পূরণ করার সময়, প্রার্থীদের অনলাইনে আবেদন ফি দিতে হবে। অসংরক্ষিত এবং OBC বিভাগের জন্য, আবেদনের ফি হল RS.500/- যেখানে SC/ST/প্রাক্তন-সার্ভিসম্যান/PWDs/মহিলা/ট্রান্সজেন্ডার/সংখ্যালঘু/অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য এটি হল Rs. 250/-
বিশেষ দ্রষ্টব্য: SC/ST/প্রাক্তন-সার্ভিসম্যান/PWDs/মহিলা/ট্রান্সজেন্ডার/সংখ্যালঘু/অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর জন্য ফি প্রথম পর্যায়ে CBT-তে উপস্থিত হওয়ার পরে প্রযোজ্য ব্যাঙ্ক চার্জ কেটে নেওয়ার পরে ফেরত দেওয়া হবে।
| ক্যাটাগরি | আবেদন ফি |
|---|---|
| অসংরক্ষিত, OBC প্রার্থী | Rs.500/- |
| SC/SC/এক্স-সার্ভিসমান/PWD/মহিলা/ট্রান্সজেন্ডার/EBC | Rs.250/- |
১) এই পদে আবেদন করতে চাইলে, আবেদনকারীদের যেকোন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সাথে নীচের এই সমস্ত ট্রেডে NCVT/SCVT বোর্ডের ITI পাশ সার্টিফিকেট থাকতে হবে।
- Fitter,
- Electrician,
- Instrument,
- Mechanic,
- Mechanic (Motor Vehicle),
- Wireman,
- Tractor Mechanic,
- Armature & Coil Winder,
- Mechanic (Diesel),
- Heat Engine,
- Turner, Machinist,
- Refrigaration & AC Mechanic
অথবা,
২) মাধ্যমিক পাশ সাথে উপরের যেকোন ট্রেডে Act Apprentice ট্রেনিং করা থাকলেও আবেদন করতে পারবেন।
অথবা
৩) মাধ্যমিক পাশ সাথে Mechanical/Electrical/Electronics/Automobile Engineering এই সমস্ত ট্রেডে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে।
# এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
প্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে।
প্রার্থীকে সুস্থ/ফিট দেহের অধিকারী হতে হবে।
যেখান থেকে তারা পদের জন্য আবেদন করছেন সেই আঞ্চলিক ভাষা তাদের জানা থাকতে হবে।
একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কাজের প্রোফাইল সম্পাদন করার জন্য তাকে/তাকে মানসিকভাবে ফিট হতে হবে।
➤ RRB ALP বয়স সীমা 2024 (1/7/2024 অনুযায়ী) :
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য ন্যূনতম বয়সসীমা 1/7/2024 তারিখে 18 থেকে 30 বছর। সরকারী নিয়ম অনুযায়ী বিভিন্ন বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
RRB ALP শারীরিক/মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজনীয়তা
প্রার্থীদের শারীরিক ও চিকিৎসাগতভাবে ফিট হওয়া গুরুত্বপূর্ণ। মেডিকেল স্ট্যান্ডার্ড A-1 হওয়া উচিত এবং প্রার্থীদের চোখের দৃষ্টি নীচের টেবিলের ডেটা অনুযায়ী হওয়া উচিত।
| RRB ALP শারীরিক/মেডিকেল স্ট্যান্ডার্ড প্রয়োজনীয়তা | ||
|---|---|---|
| মেডিকেল স্ট্যান্ডার্ড | ফিজিক্যাল স্ট্যান্ডার্ড | ভিশন স্ট্যান্ডার্ড |
| A-1 | শারীরিকভাবে সকল মানদণ্ডে ফিট | দূরদর্শন: 6/6, 6/6 চশমা ছাড়া ফগিং পরীক্ষা (+2D গ্রহণ করা উচিত নয়) কাছাকাছি দৃষ্টি: Sn: 0.6। 0.6 চশমা ছাড়া অবশ্যই কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। |
যারা RRB ALP পোস্টের জন্য আবেদন করছেন, তাদের অবশ্যই নির্বাচন প্রক্রিয়া জানতে হবে যার মধ্য দিয়ে তাদের যেতে হবে। RRB ALP নির্বাচন প্রক্রিয়া 4টি ধাপ নিয়ে গঠিত এবং সমস্ত পরীক্ষা কম্পিউটার-ভিত্তিক পদ্ধতিতে পরিচালিত হবে।
পর্যায় I CBT
পর্যায় II CBT
কম্পিউটার-ভিত্তিক যোগ্যতা পরীক্ষা (CBAT)
ডকুমেন্টস ভেরিফিকেশন
মেডিকেল পরীক্ষা
➤ RRB ALP 2024 সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন :
RRB ALP পদের জন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের CBT 1 এবং 2 পরীক্ষার জন্য অবশ্যই RRB ALP সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন 2024 সম্পর্কে হবে। RRB ALP পরীক্ষায় 3টি পরীক্ষা থাকে যেমন CBT 1, CBT 2 এবং CBAT পরীক্ষা। প্রার্থীরা নিচের লিঙ্কে ক্লিক করে RRB ALP সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন 2024-এর বিস্তারিত তথ্য দেখুন।
এরকমই বিভিন্ন ধরনের Quiz, Study Material ও সরকারি চাকরির বিষয়ে আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
If you have any doubts. Please let me know.